• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চলতি অর্থবছরের সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমেছে ৫.৪৩ শতাংশ

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৮, ১৫:৫৫
বিজনেস ডেস্ক

চলতি (২০১৮-১৯) অর্থবছরে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। গত বছরের একই মাসে এই হার ছিল ৬ দশমিক ১২ শতাংশ। আর এ বছর অগাস্টে ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তৈরি করা সর্বশেষ প্রতিবেদনের এই তথ্য মঙ্গলবার সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

একনেক বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও বিশ্ববাজারে এখনও ভোগ্যপণ্যের দাম তেমন একটা বাড়েনি। তাই মূল্যস্ফীতি এখনও কমছে।”

খাদ্য খাতে সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪২ শতাংশ, যা আগের মাস অগাস্টে ছিল ৫ দশমিক ৯৭ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। এ খাতে মূল্যস্ফীতি ৪ দশমিক ৭৩ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৪৫ শতাংশ হয়েছে।

মন্ত্রী জানান, সেপ্টেম্বর মাসে গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে ৪ দশমিক ৯৯ শতাংশ হয়েছে। আগের মাস আগস্টে এ হার ছিল ৫ দশমিক ০৫ শতাংশ।

আর শহর এলাকায় সাধারণ মূল্যস্ফীতি আগস্টের ৬ দশমিক ২৮ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ৬ দশমিক ২৩ শতাংশ হয়েছে।

ওএফ

প্রবৃদ্ধি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close