• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

৫শ’ মোটরসাইকেল চালককে হেলমেট উপহার দেন প্রতিমন্ত্রী পলক

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৮, ২০:৫৯
নাটোর প্রতিনিধি

নাটোরে ৫শ’ মোটরসাইকেল চালককে হেলমেট উপহার দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে সিংড়া উপজেলা কোর্ট মাঠ চত্বরে নিরাপদ সড়ক চাই সচেনতা সৃষ্টির লক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, সরকার সড়কে নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নিরাপদ সড়ক আইন সংসদে উত্থাপিত হয়েছে। সরকার ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছে।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ সড়কে আমাদের সবারই দায়িত্ব রয়েছে। মালিক, শ্রমিক, পথচারীদের সবার নিজ নিজ ক্ষেত্রে সচেতন হতে হবে। দায়িত্বের প্রতি অবহেলা করা যাবে না।

সভায় প্রধান বক্তা নিরাপদ সড়ক চাই এর চেয়্যারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, জীবন একবার, জীবনের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের প্রতি, জনগণের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, নিসচার জেলা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

ওএফ

বাইক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close