• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৫০ হাজার শিক্ষকের বেতন বন্ধ!

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৮, ১৪:৪৪
আন্তর্জাতিক ডেস্ক

মাধ্যমিক শিক্ষাকেন্দ্র (এমএসকে) ও শিশু শিক্ষাকেন্দ্রগুলোর (এসএসকে) এর ৫০ হাজার শিক্ষকের বেতন বন্ধ হয়েছে সরকারি দফতরের জটিলতার কারণে।

ভারতের পশ্চিমবঙ্গে ১৯০০ এমএসকে এবং ১৪ হাজার এসএসকে রয়েছে। ওই স্কুলগুলো পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে পরিচারিত হয়।

রাজ্যের সর্বশিক্ষা দফতর থেকে ওই শিক্ষকদের বেতনের টাকা প্রথমে শিক্ষা দফতরে, সেখান থেকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে যায়।

কিন্তু গত দুই মাস ধরে শিক্ষা দফতর থেকে ওই টাকা পাঠানো হয়নি। ফলে ওই শিক্ষকদের বেতন বন্ধ হয়ে আছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, কোনো রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এসএসকে, এমএসকে চালায় না।

শিক্ষকদের বেতন কবে দেওয়া হবে সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন,পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব।’

শিক্ষক,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close