• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

হানিফ কাউন্টারে ছাত্রলীগের তালা, গাড়ি বন্ধ

প্রকাশ:  ১৩ অক্টোবর ২০১৮, ২১:৪৫ | আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ০১:৫০
চট্রগ্রাম সংবাদদাতা

ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রামে হানিফ পরিবহনের বিভিন্ন কাউন্টারে ভাঙচুর ও তালা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কিছু ছাত্রলীগ কর্মী হানিফ পরিবহনের কাউন্টারে এসে ভাঙচুর চালায় এবং বাস চলাচল বন্ধ রাখতে বলে। এরপর থেকে সারাদেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা বাসগুলোর যাত্রা বাতিল করা হয়। নতুন করে বাসের টিকিট বিক্রি করা হচ্ছে না।

এ অবস্থায় নিরাপত্তার কারণে বিকেল থেকে চট্টগ্রাম থেকে সারাদেশে হানিফের বাস চলাচল বন্ধ রয়েছে।

এর আগে শনিবার দুপুরে নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী ব্রীজ এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারে তালা দিয়েছে দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

হানিফ পরিবহনের একে খান কাউন্টারের কর্মকর্তা মামুন বলেন, দুপুরে দামপাড়া কাউন্টার ভাঙচুরের পর থেকে আমরা টিকিট বিক্রি বন্ধ রেখেছি। তবে কর্ণফুলীতে যে কাউন্টারটি ভাঙচুর হয়েছে সেই কাউন্টার হানিফের নয়। অনেকে হানিফ নামের সঙ্গে সুপার বা ডিলেক্স লাগিয়ে বাস চালায়। পরিস্থিতি ভালো হলে রাতে দু’একটা বাস ছাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে ছাত্রলীগ নেতাকর্মীরা বলছেন, হানিফ পরিবহনের কাউন্টারে কোনো ধরনের ভাঙচুর হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি ২১ আগস্ট গ্রেনেড হামলায় হানিফ পরিবহনের মালিক মো. হানিফের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

এ বিষয়ে জানতে খুলশী থানার ওসি শেখ নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার সাথে কথা বলা যায়নি।

/এসএফ

চট্রগ্রাম,হানিফ পরিবহন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close