• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মৎস্য গ্রাম তৈরিতে ২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশ:  ২৬ অক্টোবর ২০১৮, ১৫:০৪ | আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৫:১৩
বিজনেস ডেস্ক

১০০টি মৎস্য গ্রাম তৈরি করতে ২ হাজার কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য খাতের উন্নয়ন করতেই মূলত এই ঋণ দিচ্ছে আর্থিক খাতের বৃহৎ এই সংগঠনটি। এই প্রকল্পের আওতায় রয়েছে ১৬টি জেলা। আর এইসব জেলাগুলোতে তৈরি করা হবে ১০০টি মৎস্য গ্রাম। ফলে ক্ষমতায়ন করা হবে মৎস্যজীবীদের।

জানা যায়, বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে এই চুক্তি সই হয়। এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেন। শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। এতে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

    বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম এই বিষয়ে বলন, মৎস্য খাত এ দেশের প্রবৃদ্ধির বড় চালিকা শক্তি। তৈরি পোশাকের পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত। এই খাতটির ব্যাপক সম্ভাবনা আছে।

    ওএফ

    ওয়ার্ল্ড ব্যাংক
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close