• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

নদীতে দুদকের অভিযান, ৮ ড্রেজারসহ ৭০০ ফুট পাইপ ধ্বংস

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০১৮, ২০:১১
নিজস্ব প্রতিবেদক

নদী দখল করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশন (দুদক) এর এক অভিযানে ঢাকার ধামরাইয়ে ৭০০ ফুট পাইপ ও ৮ টি পাম্প মেশিন ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সহকারি কমিশনার নাহিদ হাসান এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে এ অভিযান চালায় প্রশাসন।

উপজেলার বংশী নদীর তীরে প্রায় সাড়ে ৪ ঘন্টার অভিযানে নদী লুট ও অবৈধ ড্রেজিং এর কাজে ব্যবহৃত প্রায় ৭০০ ফুট পাইপ ও ৮ টি পাম্প জব্দ করে ধ্বংস করা হয়।

দুদক অভিযোগ কেন্দ্রের চিঠি থেকে প্রাপ্ত খবরে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু বিক্রির টাকা ভাগাভাগি হচ্ছে এমন অভিযোগে ধামরাইয়ের স্থানীয় প্রশাসনের সহায়তায় এ অভিযান চালানো হয়।

দুদক জানায়, অব্যাহত বালু উত্তোলনের ফলে শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, গুরুত্বপূর্ণ স্থাপনা ও মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এমন অভিযোগের সত্যতা পেয়ে দুদক অভিযান চালিয়েছে। ঘটনাস্থলে অভিযানকারী টীম গেলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, বালু উত্তোলনের কারণে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যহত হয়ে পরিবেশ ক্ষতির মুখে পড়েছে। এ অপরাধের পেছনে দায়ী কাঁচা টাকা, যা দূর্নীতি করতে উৎসাহিত করেছে। দুদক এসব অপরাধ দমনে দৃড়প্রতিজ্ঞ। এসব অপরাধে জড়িতদের পরিবেশ আইনে মামলা দায়ের করে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

/এসএফ

দুর্নীতি দমন কমিশন (দুদক)
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close