• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

আ.লীগের মনোনয়নপত্র কিনলেন হুমায়ূন-পত্নী শাওনের বাবা

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ১৭:৩৬
নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী।

শনিবার (১১ নভেম্বর) ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

প্রকৌশলী মোহাম্মদ আলী প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শ্বশুর ও মেহের আফরোজ শাওনের বাবা।

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মীরাপুর গ্রামের এই বাসিন্দা ১৯৯৬ সালেও সদর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু, ঋণখেলাপির কারণে পরে তা বাতিল হয়ে যায়।

মোহাম্মদ আলীর স্ত্রী তহুরা আলী আওয়ামী লীগ সরকারের সংরক্ষিত নারী আসনে এমপি ছিলেন। এবার তিনিও দলীয় প্রার্থিতার জন্য দৌড়ঝাঁপ করছেন।

মোহাম্মদ আলীসহ জামালপুর-৫ (সদর) আসনে এবার মোট ১১ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

/এসএফ

একাদশ জাতীয় নির্বাচন,মেহের আফরোজ শাওন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close