• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

আশা করি মাশরাফি ভাইকে আমরা খেলায় পাবো: রিয়াদ

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০১৮, ১৭:৫৮
সম্রাট কবীর

বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি একটি নক্ষত্রের নাম। তার হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট বদলেগেছে। টি-২০ থেকে অবসর নিলেও নিয়মিত খেলে যাচ্ছেন ৫০ ওভারের একদিনের আন্তর্জাতিক ম্যাচ। সেই সাথে দলের অধিনায়কের গুরুদায়িত্বও তার কাঁধে।

কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাথে দেশের মাটিতে হওয়া সিরিজে মাশরাফির খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ সিরিজ চলার সময়ে নির্বাচনের প্রচার-প্রচারনার জন্য ব্যস্ত থাকবেন ম্যাশ।

সম্পর্কিত খবর

    মাশরাফিকে নিয়ে ম্যাচ শেষে সংবাদসম্মেলনে মাহমুদ্দউল্লাহ রিয়াদ বলেন, আশা করি মাশরাফি ভাইকে আমরা খেলায় পাবো। উনাকে আমরা চাই। উনি আমাদের ওয়ানডে অধিনায়ক।মাশরাফি যদি সুস্থ্য থাকেন তাহলে আমরা তাকে মাঠে পাবো। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রোববার (১১ নভেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

    মনোনয়নপত্র কেনার পর মাশরাফি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর আধুনিক করে সাজাতে চাই। গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নিয়ে আসেন মাশরাফি।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close