• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

‘আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন?’

প্রকাশ:  ০৩ ডিসেম্বর ২০১৮, ১৭:২৬ | আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৩০
ফারজানা আঁখি

মাননীয় জনাব মোস্তাফা জব্বার, সম্প্রতি আপনার ফেসবুক ওয়ালে সাবেক তুখোড় ছাত্রনেতা শফী আহমেদকে নিয়ে লিখেছেন। আপনি কে? আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন? আপনি বলেছেন শফী আহমেদ স্বশিক্ষিত। তাহলে আপনি কি সুশিক্ষিত?

শফী আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স-মাস্টার্স, শফী আহমেদ '৯০ এর গণ আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের শীর্ষ নেতাদের একজন, শফী আহমেদ '৯২ সালের যুদ্ধাপরাধীদের বিচারের যে গণ আদালত হয়েছিল তার অন্যতম একজন সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং অদ্যাবধি আছেন, শফী আহমেদ ২০০৬ সালে আ.লীগ থেকে একক মনোনয়ন পান যা পরে জরুরি আইনের কারণে বাতিল হয়ে যায়, উনি ২০০৮ সালেও দলীয় মনোনয়ন পান, যে মনোনয়ন তিনবার পাল্টানোর পর আজকের এমপি রেবেকা মমিন পান আর ২০১৪ সালে তো উনি সাবমিট করেননি। তাহলে আরেকবার উনি স্বতন্ত্র সাবমিট করলেন কখন?

শফী আহমেদ ২০০১-২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ করার কারণে বিএনপি-জামায়াত জোটের রোষানলের শিকার হয়ে তিনবার জেল খেটেছেন।

আপনি লিখেছেন আপনি উপরতলার মানুষ, নেত্রকোনায় আপনার পরিচয় কি? আপনি নেত্রকোনার কোথাকার কে? শফী আহমেদের পিতা মরহুম এটিএম আজিজুল হক একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। আপনি একজন সম্মানিত মানুষ, আপনার সম্মান নিয়ে আপনি চিন্তা করেন।

(লেখকের ফেসবুক স্ট্যাটাস)

মোস্তাফা জব্বার,শফী আহমেদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close