• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

‘ভালো’ শব্দটা সাকিবের সঙ্গে যায় না!

প্রকাশ:  ০৭ আগস্ট ২০১৭, ১১:০৮ | আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৮:১৭
পূর্বপশ্চিম ডেস্ক

বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের পরিবারের একটি ছবি ভাইরাল হয়েছে। ‘আনসেন্সরড বিডি’ নামে একটি ফেসবুক পেজ থেকে এই ছবি প্রকাশ করা হয়। এই ছবি নিয়েই ফেসবুকে শুরু হয়েছে তোলপাড়।

ছবিতে দেখা গেছে, সাকিব, তার স্ত্রী ও মেয়ে কোনো একটি অনুষ্ঠানে এক টেবিলে বসে খাচ্ছেন। সাকিবের কোলে আলাইনা। আর পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাকিবের পেছনে দাঁড়ানো মেয়েটিকে কাজের মেয়ে ভেবে অনেকে ছবিটি বিভিন্ন পেজ বা গ্রুপে শেয়ার দিয়ে সমালোচনা করছেন এবং সাকিবকে গাল-মন্দ করছেন।

সম্পর্কিত খবর

    ভক্তদের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী সাকিব উম্মে আল হাসান। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে দুটি ছবি পোস্ট করেন এবং সঙ্গে একটি স্ট্যাটাসও দেন।

    স্ট্যাটাসজুড়ে অভিযোগকারীদের প্রতি ক্ষোভ ফুটে ওঠে শিশিরের। স্ট্যাটাসের একদম শেষ লাইনে তিনি বলেন, ‘যাই হোক সে (কাজের মেয়ে) হাত ধুয়ে টেবিলে ফিরছিল।'

    এর আগে শিশির তার লেখা স্ট্যাটাসটি শুরু করেন এভাবে, ‘এটা অদ্ভুত! ‘ভালো’ শব্দটা যেন সাকিব আল হাসানের সঙ্গে যায় না! কারণ সে মিষ্টি কথা বলতে পারে না। এই জন্য সে ‘খারাপ মানুষ’ হিসেবে চিহ্নিত হয়েছে।’

    প্রথম ছবিতে হাত ধুয়ে এসে দ্বিতীয় ছবিতে সাকিবদের সঙ্গে একই টেবিলে খাচ্ছেন কাজের মেয়েটি।

    এরপর শিশির তার দেয়া দুটি ছবির রেফারেন্স দেন স্ট্যাটাসে এবং বলেন, ‘আপনি যদি একজন মানুষের বিরুদ্ধে খারাপ সংবাদ প্রচার করতে চান, তবে তার আগে নিচের প্রমাণ দেখুন।’

    শিশির এসব গুজবকে পাত্তা না দেয়ার কথাও জানান তার স্ট্যাটাসে। তিনি বলেন, ‘আমরা অবান্তর খবর নিয়ে চিন্তা করি না, কারণ এগুলো মানুষকে বিনোদন দেয়। আমরা কে এবং আমরা কী করেছি তা আমরা ভালো করেই জানি।’

    এসময় তিনি ছবি শেয়ারকারীদের ভর্ৎসনা করে বলেন, ‘যে সারা বিশ্বজুড়ে আপনার দেশকে প্রতিনিধিত্ব করছে এবং আপনার দেশের গর্ব, তাকে নিয়ে এমন সংবাদ প্রকাশ না করাই ভালো।’

    সবশেষে তিনি অনুরোধ করে বলেন, ‘যথেষ্ট নেগেটিভ নিউজ হয়েছে। এবার আপনার পেজকে বুস্ট করার জন্য অন্য কোনো ভাল নিউজ খুঁজে বের করুন।’

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close