• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পুরুষ নির্যাতক সেই বহিষ্কৃত ভাইরাল নারী যা বললেন

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ২১:২০
পূর্বপশ্চিম ডেস্ক

রাজধানী ঢাকার রাস্তায় রিকশাচালককে মারধর করে ভাইরাল হওয়া সেই নারী সুইটি আক্তার শিনুকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। তিনি মিরপুরের রূপনগর ৭ নম্বর ওয়ার্ডের মহিলা-সম্পাদিকা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন তালুকদার।

সম্পর্কিত খবর

    ওই ঘটনার বিষয়ে সুইটি আক্তার নিজেকে লজ্জিত দাবি করে বলেন, আমি একদম স্যরি, যেহেতু আমার ভুল হয়ে গেছে। আমার এটা করা উচিত হয়নি। আমি স্যরি বলতেছি।

    দল থেকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, আমার ভুল হইছে। আমার দল ঠিক করেছে।

    তার দাবি, দলের বাইরের কিছু লোক ভিডিও করে তাকে অপব্যবহার করছে।

    ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে সুইটি আক্তার বলেন, এই ইলেকশনকে কেন্দ্র করে এইগুলা করতেছে। বেশি আমাদের বিপক্ষের লোকগুলা লেখালেখি করতেছে।

    এই ঘটনার পরে ফেসবুকে বেশ কিছু ফেক আইডি তৈরি করা হয় বলে অভিযোগ উঠেছে। কোনটিতে তাকে ‘বিএনপি নেত্রী’ আবার কোনটিতে তাকে ‘আওয়ামী লীগ নেত্রী’ হিসেবে বর্ণনা করা হয়।

    এদিকে, সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে যেটুকু দেখা গেছে তার আগে কিছু ঘটনা ঘটেছে তা লোকজনের নজরে আসেনি বলেও তিনি দাবি করেন।

    ‘বাসায় আমার বাচ্চা আছে এবং চুলায় রান্না চাপানো আছে- এটা বলার পরও রিকশাচালক তার কথা না শুনে ধীরে ধীরে চালাচ্ছিলেন এবং ভাঙ্গা জায়গা দিয়ে রিকশা চালাচ্ছিলেন’ বলেন মিজ. সুইটি।

    এরপর তিনি রিকশা থেকে পড়ে যান বলেও দাবি করেন।

    তবে তিনি তো চাইলে অন্য রিকশায় উঠে যেতে পারতেন-সে প্রশ্ন করা হলে মিজ সুইটি স্বীকার করেন, এমনটা করা হয়নি।

    ‘এই ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে পারিবারিক এবং সামাজিকভাবে তিনি লজ্জার মুখে পড়েছেন,’ তিনি জানান।

    ‘বলে বোঝাতে পারবো না গতকাল (মঙ্গলবার) থেকে আমি কিসের মধ্যে আছি,’ যোগ করেন তিনি। সূত্র: বিবিসি বাংলা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close