• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রাখাইন ভাষায় নৌকার পোস্টার ভাইরাল

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৩১
কক্সবাজার প্রতিনিধি

সপ্তাহ দুয়েক পরেই সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। প্রচারণায় ব্যস্ত বিভিন্ন দল-জোটের প্রার্থীরা। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রাখাইন ভাষায় ছাপানো একটি নির্বাচনী পোস্টার। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে নৌকার প্রার্থী সাইমুম সরোয়ার কমলের নামে ছাপানো হয়েছে পোস্টারটি।

জানা গেছে, রামু, কক্সবাজার পৌরসভা ও চৌফলদন্ডী এলাকায় রাখাইন ভাষাভাষী বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের বসবাস। এসব এলাকায় রাখাইন ভাষাভাষীর ভোটার সংখ্যা প্রায় ২০ হাজার। এসব রাখাইন জনগোষ্ঠীর লোকজন স্বাভাবিকভাবেই বাংলা বোঝেন না। তাদের ভোট টানতেই রাখাইন ভাষায় পোস্টার ছাপিয়েছেন কমল।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, পোস্টারগুলো সম্পর্কে জেনেছি। নির্বাচনী আইনে বিদেশি ভাষায় পোস্টার করা না করার উপর কোনো নিষেধাজ্ঞা পায়নি। তাই এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

/পিবিডি/আরাফাত

নৌকা,নির্বাচন,ভাইরাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close