• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উপজেলা নির্বাচন করার ইচ্ছা নেই: হিরো আলম

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০১৯, ১৭:২১
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়ে এবার উপজলা পরিষদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন- এমন খবর মিথ্যা বলে জানিয়েছেন ক্যাবল ব্যবসায়ী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার তিনি গণমাধ্যমকে বলেন, ওসব মিথ্যা সংবাদ। এমন কোনো কথা বলিনি আমি। উপজেলা পরিষদ নির্বাচন করার ইচ্ছা আমার নেই। সংসদ উপ-নির্বাচনে অংশ নিতে পারি। সেটা সময় এলে সবাইকে বলবো।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আলোচিত হিরো আলম ভোটের দিন সকালে ‘হামলা-মারধর ও এজেন্টকে বের করে দেওয়াসহ একাধিক অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ভোট গণনা শেষে জানা যায়, নিজ আসনে সিংহ প্রতীকে ভোট পেয়েছেন ৬৩৮টি।

মোট ভোটের এক-অষ্টমাংশ না পাওয়ায় জামানত হারান তিনি। ওই আসনে মোট ১ লাখ ২৬ হাজার ৭২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোশারফ হোসেন।

/পিবিডি/একে

হিরো আলম,উপজেলা নির্বাচন,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close