• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হারিয়ে যাওয়া দুই শিশুকে ফিরে পেল পরিবার, পুলিশকে ধন্যবাদ

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০১৯, ২০:৫৯ | আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:০৪
ঝালকাঠি প্রতিনিধি
ছবি: প্রতিবেদক।

ঝালকাঠিতে কুড়িয়ে পাওয়া দুই শিশু ফাহিমা (১১) ও তার ভাই রাসুল আমিনকে (৮) তাদের পিতা বেল্লাল চৌধুরীর কাছে হস্তন্তর করেন ঝালকাঠীর সদর থানার ওসি শোনিত কুমার গায়েন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ভোরে ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অজ্ঞাত পরিচয়ের দুটি শিশুকে উদ্ধার করেন। পরে তিনি বিভিন্ন ভাবে শিশুসূলভ আচরণ করে তাদের কাছ থেকে বাবার পরিচয় পেয়ে দ্রুত অভিভাবকদের জানান। একই দিন দুপুরে যাচাই বাছাই শেষে শিশু দুটির বাবার কাছে তুলে দেন ওসি শোনিত।

তখন সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশু দুটির বাবা মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন।

কুড়িয়ে পাওয়া শিশু দুটির বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ(স্বরুপকাঠি) থানার পুর্ব কামারকাঠি গ্রামে। তারা গত দুই দিন আগে হারিয়ে যায়।

পিবিডি/ ইকা

ধন্যবাদ,পুলিশ,শিশু,হারিয়ে যাওয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close