• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাসুম আজিজের চলচ্চিত্র 'সনাতন গল্প' পেল ক্রিটিকস অ্যাওয়ার্ড

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৯, ০০:২২
বিনোদন প্রতিবেদক

সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস্ অ্যাওয়ার্ড’ জয় করেছে মাসুম আজিজ নির্মিত চলচ্চিত্র 'সনাতন গল্প'। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্স ক্রিটিকস (ফিপরিস্কি)এই পুরস্কার দিয়ে থাকে।

সরকারি অনুদানে ‘সনাতন গল্প’–এর নির্মাণকাজ শুরু হয়েছিল প্রায় দুই দশক আগে। অনুদানের অর্থ নিয়ে আমলাতান্ত্রিক জটিলতায় পেরিয়ে গেছে দীর্ঘ দুই দশক। পরে গুণী অভিনেতা ও নির্মাতা মাসুম আজিজ নিজের অর্থ লগ্নী করে সিনেমাটি শেষ করেন এবং ছবিটি মুক্তি পায় চলতি বছর অক্টোবর মাসে।

দাদনপ্রথা, মহাজনের শোষণের গল্প নিয়ে সিনেমার কাহিনী। শুটিং হয়েছে পাবনার ফরিদপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মানিকগঞ্জের উথলী এলাকায়। ৩৫ মিলিমিটার থেকে ডিজিটাল আর অর্ধেক সিনেমার দৃশ্যধারণের পর পুরো কাস্ট ও ক্রু বদলে এ চলচ্চিত্র বানিয়েছেন মাসুম আজিজ।

প্রথমে যখন দৃশ্যধারণ করেছিলেন তখন ছবিতে ছিলেন শমী কায়সার, তৌকীর আহমেদ, নাজমা আনোয়ারের মতো তারকারা। পরে সিনেমা আটকে যাওয়ায় ২০১৭ সালে আবার নতুন অভিনয়শিল্পীদের নেয়া হয়। নতুন করে এ ছবিটিতে অভিনয় করেছেন উৎস জামান, জয়রাজ, তুষার মাহমুদ, তাহমীনা কৃতিকা, মাসুম আজিজ, সাবিহা জামান প্রমুখ। ছবি খুব বেশি সিনেমা হলে চলেনি, তবে দেশের চলচ্চিত্র সমালোচকদের কাছে ‘সনাতনগল্প’ গ্রহণযোগ্যতা পেয়েছে। এরই মধ্যেই মুম্বাই, টরন্টোসহ আরো কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

সনাতন গল্প,মাসুম আজিজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close