• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাশ্রয়ী দামে তিনটি স্মার্টফোন বাজারে ছাড়ছে স্যামসাং

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৯, ১৬:২৯
পূর্বপশ্চিম ডেস্ক

অপেক্ষাকৃত সাশ্রয়ী দামের নতুন তিনটি স্মার্টফোরন চলতি মাসেই বাজারে ছাড়বে স্যামসাং। এসব ফোনের দাম হবে ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে। এগুলো হবে গ্যালাক্সি এম সিরিজের ফোন। এই ফোন বাজারে আসবে ২৮ জানুয়ারি।

গ্যালাক্সি এম সিরিজের এসব ফোনে থাকবে ৬.২ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে ১৪ ন্যানোমিটার অক্টাকোর চিপসেট। সাথে থাকবে ২জিবি/৩জিবি র্যাম। ছবি তোলার জন্য ফোনের পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেল। সাথে থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। আনড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে।

সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি এম সিরিজের ফোন সর্বপ্রথম ভারতে অবমুক্ত করা হবে। এরপর এগুলো চীনসহ এশিয়ার অন্যদেশেও পাওয়া যাবে।

বর্তমানে কম দামি ফোনের বাজারে রাজত্ব করছে শাওমি। স্যামসাং এন্টি লেভেলের ফোন বাজারে আনলে শাওমির সঙ্গে তীব্র প্রতিযোগিতা করতে হবে।

এনই/

স্মার্টফোন,স্যামসাং
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close