• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

পালিয়ে বিয়ে করলে নিরাপত্তা দেবে পুলিশ

প্রকাশ:  ২১ জানুয়ারি ২০১৯, ১৪:৫৭ | আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৫:০৫
নিজস্ব প্রতিবেদক

পারিবারিক আপত্তি, সামাজিক বাধাসহ নানা কারণে যারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন তাদেরকে নিরাপত্তা দেবে পুলিশ।

জাতপাত রক্ষায় উঁচু নিচু জাতের সাথে বিয়ের কারণে ভারতের বিভিন্ন জায়গায় হত্যাকান্ডের ঘটনা ঘটছে। একবিংশ শতাব্দীতেও পরিবারের অমতে বিয়ে করে প্রাণ দিতে হচ্ছে অনেক নর-নারীকে। এসব ঘটনায় তোলপাড় হয়ে জেলেও যেতে হয়েছে অনেক অভিভাবকদের। বেশিরভাগ ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী যুগলদের সহায়তা না করে পরিবারের সঙ্গেই থাকে।

তবে, সম্প্রতি ভারতের রাজস্থান পুলিশ ব্যতিক্রমী অবস্থান নিয়েছে। তারা পালিয়ে বিয়ে করা যুগলদের নিরাপত্তা দেয়ার ঘোষণা দিয়েছে।

রাজস্থান হাই কোর্টের আদেশের ওপর ভিত্তি করেন সেখানকার পুলিশের অতিরিক্ত মহাপরিচালক জঙ্গা শ্রীনিবাস রাও বলেছেন, তারা এসব দম্পতির জন্য একটি হেলপলাইনও চালু করবেন। এরইমধ্যে সব জেলা পুলিশ প্রধানকে হেলপলাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একজন জ্যেষ্ঠ নারী পুলিশ কর্মকর্তা নিয়োগের কথাও বলা হয়েছে।

তিনি আরও জানান, রাজ্য পুলিশের সদর দফতর থেকে সব জেলার পুলিশ সদস্যদের জানানো হয়েছে, রাজ্যের যে কোনো প্রান্তে এমন সমস্যায় পড়া সদ্যবিবাহিতদের যেন সর্বতোভাবে সাহায্য করা হয়। রাজস্থান হাইকোর্টের নির্দেশ মোতাবেক পলাতক দম্পতিদের জীবনের সুরক্ষা দেয়া একান্ত কর্তব্য।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, পলাতকদের সাহায্যের জন্য রাজ্যের সব পুলিশ রেঞ্জ ও জেলায় সিনিয়র স্তরের মহিলা পুলিশ অফিসার রাখা হবে।

প্রসঙ্গত, এই শেল্টার হোম ও অন্যান্য পদক্ষেপ সেই রাজ্যে ক্রমবর্ধমান অনার কিলিং বন্ধ করার সহায়ক হবে বলেই ধারণা রাজস্থান পুলিশের।

পিবিডি/আরিফ

বিয়ে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close