• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আমরাই কপাল পোড়া, আলো ফেলে অন্ধকারের দিকে হাঁটি

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৭, ০০:০৬
তসলিমা নাসরিন

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন আশির দশকে একটি পিকনিকে যাওয়ার স্মৃতিচারণ করেছেন। এসময় তিনি বোরখা ও দাড়ি নিয়ে কথা বলেন। গত ১১ অক্টোবর নিজের ফেইসবুকে একটি ছবি দেন।

সেখানে তিনি লিখেন, ‘মেডিকেল কলেজ থেকে পিকনিকে গিয়েছিলাম। আশির দশকের ছবি। কোনও মেয়ের মাথায় হিজাব নেই। কেউ তখন হিজাব বা বোরখা পরার কথা কল্পনাও করতো না। সব ছেলেই প্যান্ট সার্ট পরেছে। কারও গালে ধর্মের দাড়ি নেই। কারও কপালে নামাজ পড়ার কালো দাগ নেই। মেডিকেল কলেজে এমন দৃশ্য আর দেখতে পাওয়া যায় না। মেডিকেলের মেয়েরা এখন জানি না শতকরা কত ভাগ হিজাব পরে। কেউ বলে আশি ভাগ, কেউ বলে সত্তর। তবে সংখ্যাটা পঞ্চাশের ওপরে থাকেই।’

সম্পর্কিত খবর

    তিনি আরো লিখেন, `এখনকার তুলনায় আমাদের যুগকে বোধহয় স্বর্ণযুগ বলা চলে। অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায়। আমরাই কপাল পোড়া, আলো ফেলে অন্ধকারের দিকে হাঁটি।’

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close