• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সুবোধ কেন পালিয়ে যাবে?

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৭, ১৭:৪৭
জয়দেব নন্দী

সুবোধ কেন পালিয়ে যাবে? সুবোধদের জন্য এখন সময় পক্ষে না?

দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে সুবোধরা অন্ধকারের প্রাচীর ভেঙে ভোর আনলো, সেই সুবোধরা পলায়নপর হবে?

সম্পর্কিত খবর

    পালাতে উদ্বুদ্ধ করছে কারা? কারা সেই কুমন্ত্রণা প্রদানকারী? সুবোধরা পালায় না, পালায় অ-বোধ যারা। সুবোধ গায় দেশপ্রেমের গান, অ-বোধ হারায় কুমন্ত্রণায় প্রাণ।

    আজকের সুবোধরা পালায় না, এরা চির তারুণ্যের প্রতীক দেশরত্ন শেখ হাসিনার সহযাত্রী হয়ে বুক চিতিয়ে যুদ্ধাপরাধীদেরকে ফাঁসিতে ঝোলায়। আজকের সুবোধরা পালায় না, এরা বঙ্গবন্ধু-কন্যা তথা বাংলাদেশের ব্যথায় ব্যথিত হৃদয়ে শোকশক্তিতে বলিয়ান হয়ে জাতির পিতার হত্যাকারীদের বিচার করে। আজকের সুবোধরা পালায় না, এরাই বাংলাদেশের নবরূপ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলে।

    আজকের সুবোধরা পালায় না, কেননা এরা দেশগঠনে আত্মোৎসর্গকৃত। সুবোধ যারা, তারা কখনোই ভীরু কাপুরুষের মতো পালায় না, বরং সংকট-সংশয়-সংগ্রামে বুক ফুলিয়ে দাঁড়ায় দেশপ্রেমের জোসে।

    আজকের সুবোধদের এই সময়েই সমাজের একটা ‘নষ্ট গোষ্ঠী’ পেট্রোল বোমা সন্ত্রাস চালিয়ে যখন জ্যান্ত মানুষগুলোকে পুড়িয়ে মেরেছে, শিশু থেকে বৃদ্ধ, ঘুমন্ত মানুষ; কেউই রেহাই পাচ্ছে না, গোটা বাংলাদেশকেই চেয়েছিল অঙ্গার করে দিতে; তখন এই সুবোধরাই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছে, আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, রুখে দাঁড়িয়েছে, বাংলাদেশের বুকে প্রাণ ফিরিয়ে দিয়েছে।

    আজকের লক্ষ লক্ষ সুবোধরা যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে; এই সুবোধদের যে/যারা পালাতে বলে বা পালাতে উদ্বুদ্ধ করে, সে/ তাদের চেয়ে আর বড় অ-বোধ বা নির্বোধ বা দুর্বোধ আর কে আছে?

    তুমি/তোমরা সুবোধকে বুক চিতিয়ে দাঁড়াতে বলোনি, বলেছো ‘পালাতে’! সুবোধ কখনো পলায়নপর হতে পারে না।

    দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশে সুবোধরা কখনো পালায় না; পালায় যারা ‘জঙ্গি’, যারা দেশদ্রোহী, যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close