• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লাবলুর চিকিৎসায় ১০ লাখ টাকা অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ:  ২০ নভেম্বর ২০১৭, ১৯:০২
পূর্বপশ্চিম ডেস্ক

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আকতারুজ্জামান লাবলুর চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ সোমবার এক ফেসবুক বার্তায় এ তথ্য জানান।

ফেসবুক বার্তায় তিনি লেখেন, আমাদের পরম শ্রদ্ধেয় লাবলু ভাই মারাত্মক অসুস্থ হয়ে এখন ভারতের নয়াদিল্লিতে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। বরাবরের মতো আমাদের মমতাময়ী, মানবতাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ লাভলু ভাইয়ের চিকিৎসার জন্য ১০ লাখ টাকার অনুদান নিশ্চিত করেছেন। শোকর আলহামদুল্লিাহ্।

সম্পর্কিত খবর

    আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি আরো লেখেন, আজ দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল আমাকে টেলিফোনে এ সুসংবাদ জানান। আমরা হেলাল ভাইকেও ধন্যবাদ জানাই। কারণ গত কয়েকদিনে আমি অনেকবার এ ব্যাপারে তাকে টেলিফোনে বিরক্ত করেছি কিন্তু তিনি কখনও বিরক্ত হননি। কিছুক্ষণ আগে আমি লাবলু ভাইয়ের সঙ্গে থাকা ভোরের কাগজের সাংবাদিক আসাদুজ্জামানকে ফোন করলে তিনি জানান, লাবলু ভাইয়ের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close