• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

স্কেলিং করায়ে দাত গুলা ডিনার সেটের মত চকচক করতেসে!

প্রকাশ:  ২০ মে ২০১৮, ১৯:১৯
রাখী নাহিদ

কড়া দুধ চা খেতে খেতে আমার দাতের কালার হইসে হিমুর হলুদ পাঞ্জাবীর চেয়ে এক শেড কড়া হলুদ!!তার উপরে আবার সাদা কাপে দিনের পর দিন চা খেলে কোনা কাঞ্চিতে যেরকম কালো কালো দাগ হয় সেরম দাগও আছে!!

আমার দাতের চেহারা দেখে আমার এক জিমমেট বলছে

সম্পর্কিত খবর

    - আপু আপনার দাত দেখে মনে হয় আপনি সারাদিন মদ খান!! বুঝেন অবস্থা!!এই গীবন রাখার কোন মানে আছে??

    তাই ভাবলাম দাত গুলা স্কেলিং করায়ে আসি!!

    ঘটনা সেটা না!!ঘটনা হচ্ছে ডাক্তার সাহেব চেম্বারে দেরী করে এসে বেশ ক্ষমা টমা চাইলেন!!বললেন, একটা রোগী দেখতে গেসিলেন তাই দেরী হল!!

    বললাম- দাতের ডাক্তার বাসায় যেয়ে রোগী দেখে এই কথা নতুন শুনলাম!!অনেক পয়সাঅলা নাকি??

    ডাক্তার সাহেব বললেন- আরে না ম্যাডাম!!রোগী টা কোমায় আছে,তাই বাসায় যেয়ে দেখতে হল!!

    আমি হতভম্ব- কোমায়??

    -জি,সাত বছর আগে নাকের একটা ছোট্ট অপারেশন এর পর ইনফেকশন হয়ে ব্রেইন ড্যামেজ হয়ে যায়!!তারপর থেকে কোমায় !!বাচ্চা ছেলে, এখন ত্রিশ পয়ত্রিশ বছর হবে!!

    আমি হা হয়ে গেলাম শুনে,জিজ্ঞেস করলাম- বিবাহিত??

    - হুম,একটা বাচ্চাও ছিল!!

    - ছিল মানে??

    - কোমায় যাওয়ার পর বউ টা বাচ্চা নিয়ে চলে গেছে,বিয়েও বোধ হয় করেছে আবার!!

    - কে দেখে তাহলে?? - মা মারা গেছে ১৬ তে,এখন ৭৫ বছরের বাবাই দেখাশোনা করে!!কাজের লোক আছে,তারা দেখে!!

    গল্পটা শুনে আমার বুকের মধ্যে হাহাকার শুরু হল!!কতকিছু নিয়ে আমরা অহংকার করি,অথচ কখন যে পাশা উল্টে যায় কেও জানে না!

    ছোট্ট নাকের অপারেশন থেকে কোমা!!প্রেম করে বিয়ে করা বউ এর অসুস্থ স্বামীকে ফেলে চলে যাওয়া,যে বয়সে বাবাকে পুত্রের দেখার কথা সেই বয়সে পুত্রের কেয়ার টেকার হয়ে বাবার বেচে থাকা!!আমার শরীর অবশ অবশ লাগে!!

    আমি এই জন্যই সারাদিন পজিটিভিটির বুলি আওড়াই!!জীবন যে চোখের পলকে কত কমপ্লিকেটেড হতে পারে ইউ নেভার নো!!

    তাই আমাদের উচিত,ভবিষ্যতের পেছনে না ছুটে,ফিউচার প্ল্যান করতে করতে প্রেজেন্ট টা শেষ না করে,প্রেজেন্ট টাতেই বাচা!!শুধু প্রেজেন্ট না,প্রতিটা মোমেন্ট এ বাচা,প্রতিটা মোমেন্ট ইউটিলাইজ করা!!

    কারন,লাইফে যে সবসময় "লাইফ" থাকবে তার কোন গ্যারান্টি নাই.........

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close