• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

মাঝে মাঝে ভাবি দোষটা কার?

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১৯:৪২
আসিফ নজরুল

কিছুদিন আগে ঢাকা ক্লাবে এক ইফতার অনুষ্ঠান। দেখি বুক চিতিয়ে দৃপ্ত ভঙ্গিতে ঢুকছেন তিনি। কাজী সালাউদ্দিন। এক সময়ের সুপারস্টার, আমার মতো আবাহনীর প্রতিটি সমর্থকের কাছে তিনি ছিলেন স্বপ্নের মতো একটি নাম।

তিনি বাংলাদেশের ফুটবলের দায়িত্ব নেয়ার পর অনেক আশা করেছিল মানুষ। অথচ তার গত দশ বছরের দায়িত্বকালেই ফুটবলে সবচেয়ে বড় অধঃপতন হয়েছে বাংলাদেশের। ১৪৯ স্থান থেকে নামতে নামতে ১৯৭তম ধাপে নেমেছে বাংলাদেশ। চিন্তা করা যায় ফুটবল পাগল এই ১৬ কোটি লোকের দেশের উপরে আছে এখন কুক আইল্যান্ডস্, সিচেলিস, সেন্ট লুসিয়া, আমেরিকান সামোয়া, গুয়াম আর আরুবা-র এর মতো নাম না জানা পুচকে দেশ আর দ্বীপ!

মাঝে মাঝে ভাবি দোষটা কার? কাজী সালাউদ্দিনের একার নাকি পুরোপুরি জবাবদিহিহীন এক রাষ্ট্র ব্যবস্থার?

(ফেসবুক থেকে সংগৃহীত)

আসিফ নজরুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close