• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

‘মমতা বন্দোপাধ্যায় গান না জানলেও গান করেন’

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ১৫:২৩
তসলিমা নাসরিন

বুদ্ধদেব ভট্টাচার্য বোকা ছিলেন, বুদ্ধু ছিলেন, শয়তানও ছিলেন তা না হলে আমাকে রাজ্য থেকে তাড়িয়েছেন কেন। এমন লোকও কিন্তু কলকাতা চলচ্চিত্র উৎসবের পোস্টারগুলোয় নিজের ছবি দিয়ে ভরে ফেলতেন না। তারও মিনিমাম রুচি ছিল। কিন্তু মমতা বন্দোপাধ্যায় কতটা রুচিহীন এবং বোধহীন হলে চলচ্চিত্র উৎসবের আঙ্গিনা ভরে ফেলেন নিজের বিশাল বিশাল ছবিতে!

কলকাতায় রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, নজরুল জয়ন্তী হচ্ছে, সবই মমতাময়। যেন সারাবছর মমতা জয়ন্তী চলে কলকাতা জুড়ে। মমতা বন্দোপাধ্যায়-- যিনি গান না জানলেও গান করেন, কবিতা লিখতে না জানলেও কবিতা লেখেন, ছবি আঁকতে না জানলেও ছবি আঁকেন, নিজের সম্পর্কে তার অতি উচ্চ ধারণা মানুষকে বিস্মিত করে নিশ্চয়ই।

মুখ্যমন্ত্রী আত্মপ্রেমে দিশেহারা বলে মোটেও কিন্তু আমি তাকে কটূক্তি করছি না। ভিন্ন ভিন্ন রুচির মানুষ নিয়েই এই সমাজ। আমি পশ্চিমবঙ্গের প্রগতিশীল রুচিশীল মানুষকে বরং ভর্তসনা করতে চাই, তারা সব দেখেও কেন চুপচাপ বসে থাকেন! ভয়ে চুপ থাকেন, অথবা নির্ঝঞ্ঝাট জীবনের আশায় চুপ থাকেন, অথবা সুবিধা পাওয়ার আশায় চুপ থাকেন। চুপ থাকতে থাকতে পশ্চিমবঙ্গের চেহারা চরিত্রই বদলে যাচ্ছে। একে আর প্রগতিশীল ট্যাগ লাগিয়ে লজ্জা দেওয়া উচিত নয়।

(ফেসবুক স্ট্যাটাস থেকে)

মমতা বন্দোপাধ্যায়,গান,তসলিমা নাসরিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close