• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেসির ছেলে জিতল এল ক্লাসিকো

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০১৭, ১৭:২৩
স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে আগামী ২৩ ডিসেম্বর। লিগে মৌসুমের প্রথম সেই এল ক্লাসিকোর জন্য বিশেষ প্রস্তুতই নিচ্ছে দুদল। তবে তার আগেই একটা ‘এল ক্লাসিকো’ জিতে ফেললেন লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো। বুঝতেই পারছেন মেসির ৫ বছর বয়সী ছেলে থিয়াগোর এই জয়টা ভিডিও গেমে। আর থিয়াগো একাই নন, ভিডিও গেমসটাতে তার বাবা মেসিও ছিলেন তার সতীর্থ। ৫ বারের ফিফা বর্ষসেরা মেসি এবং তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো, দুজনেই ইনস্টাগ্রামে তার একটা ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সোফায় আরাম করে বসে রিমোটের মাধ্যমে `স্মার্ট টেলিভিশনে' ভিডিও গেমস খেলছেন মেসি ও তার ছেলে। যেখানে বাপ-ছেলে সতীর্থ! ভিডিও গেম হলেও বাপ-ছেলে মিলে বেছে নিয়েছেন সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথটাই। দুজনে জুটি বেঁধে খেলেন উত্তেজনাকর ‘এল ক্লাসিকো’। দুজনেই খেলেন বার্সেলোনার হয়ে।

সম্পর্কিত খবর

    খেলাটা যেহেতু বাসায় বসে প্লেস্টেশনে ভিডিও গেমে। মেসি তাই বাসার সাধারণ পোষাকেই খেলছেন। তার পরনে পায়জামা আর সাধারণ টি-শার্ট। কিন্তু থিয়াগো বাসাতেও দারুণ পেশাদার। রীতিমতো বার্সেলোনার খেলোয়াড়। বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়েই খেলতে বসেন থিয়াগো।

    খেলা শেষে জয়ীর হাসিও হেসেছেন তারা। ম্যাচটাতে বার্সেলোনাকে তারা জিতিয়েছেন ৩-১ গোলে। মাঠের এল ক্লাসিকোর আগে মেসি-থিয়াগোর ভিডিও গেমের এই এল ক্লাসেোক জয় নিশ্চয় বাড়তি অনুপ্রেরণা জোগাবে বার্সেলোনাকে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close