• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জন সিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভারতীয় তারকা ক্রিকেটারের ঠাঁই

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৫২
স্পোর্টস ডেস্ক

গত বছরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিরাট কোহলির ছবি পোস্ট করেছিলেন ডব্লিউব্লিউডই'র দুনিয়ার অবিসংবাদী সম্রাট জন সিনা। ভারতীয় ক্রিকেটারদের তিনি যে বেশ চেনেন, তা তখনই বোঝা গিয়েছিল। এবার আরও একধাপ এগিয়ে জন সেনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঠাঁই পেলেন রাহুল দ্রাবিড়। যা নিয়ে তোলপাড় সোশ্যাল দুনিয়া।

আসলে রাহুল দ্রাবিড় মানেই ‘মিস্টার ডিপেন্ডবল’। ধৈর্য, ভদ্রতা এবং সহিষ্ণুতার এক জ্বলন্ত উদাহরণ। দ্রাবিড়কে এখনও বলা হয়, ‘‘ওয়ান অফ দ্য জেন্টলমেন অফ জেন্টলমেন্স গেম। ’’ জন সিনা ভারতীয় কিংবদন্তির যে ছবি পোস্ট করেছেন, সেখানে ব্যবহৃত হয়েছে দ্রাবিড়েরই একটি উক্তি, ‘‘প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নেমো না। বরং প্রতিপক্ষের শ্রদ্ধা এবং গর্ব অর্জন কর। ’’

সম্পর্কিত খবর

    গোটা ক্রিকেট ক্যারিয়ারে সম্মান ও ভালবাসা অর্জন করেছেন রাহুল দ্রাবিড়। গোটা বিশ্বেই কোটি কোটি খেলোয়াড় ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের ভক্ত।

    সেই তালিকায় নতুন সংযোজন জন সেনা। রেসলিং দুনিয়ার অন্যতম তারকা জন সেনাও বিশ্বাস করেন দুটো শব্দ। তা হলো আনুগত্য ও শ্রদ্ধা। তাই নিজের পোস্টে দ্রাবিড়কে কুর্নিশ করায় অবাক হওয়ার কিছু নেই।

    গত বছর ২০১৬ সালে জন সিনা বিরাট কোহলির যে ছবি পোস্ট করেছিলেন, সেই ছবির সঙ্গে আবার লেখা ছিল ‘ব্লিড ব্লু’। সেই সময় স্ম্যাক ডাউনের ব্র্যান্ড হিসেবে তুলে ধরা হচ্ছিল সিনাকে। স্ম্যাক ডাউনের রং নীল হওয়ার কারণেই সেনার ইনস্টাগ্রামে জায়গা করেছিলেন কোহলি। /সম্রাট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close