• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আমি মিডিয়ার সঙ্গে কথা বলতে কোর্স করছি:মুশফিক

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৩ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৫২
স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় ব্যর্থ সফরের কারণে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব হারিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।গত ১০ ডিসেম্বর বিসিবি যখন এই ঘোষণা দেয়, মুশফিক তখন থাইল্যান্ডে।এরপর অনেক চেষ্টা করেও মুশফিকের নাগাল পাননি গণমাধ্যম কর্মীরা। জানা যায়নি তার মনের অবস্থা কি বিসিবির এই সিদ্ধান্তে।

সময়টা মোটেও পক্ষে নেই তার। বিপিএলে নিজের ব্যাটে ছিল রানখরা। দল পাল্টিয়ে লাভ হয়নি মোটেই। ছিলেন রাজশাহী কিংসে, আইকন হিসেবে খেললেও ড্যারেন স্যামি থাকায় পুরো টুর্নামেন্টের সব ম্যাচে অধিনায়কত্ব করা হয়নি। দলের ফলাফলও আগের মতোই। সেরা চারের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মুশফিকুর রহিমের দল রাজশাহী।

সম্পর্কিত খবর

    কিন্তু, এসব ছোট ছোট দুঃখ গাঁথাকে ছাড়িয়ে গেছে একটি ঘটনা। সবচে বড় কষ্টের খবরটা মুশফিক পেয়েছেন গত ১০ ডিসেম্বর। সেদিন হঠাৎ করেই জাতীয় টেস্ট দলের অধিনায়ক পাল্টানোর ঘোষণা দেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান এমপি। মুশফিকুর রহিমের জায়গায় আবারও টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব ফিরে পান সাকিব আল হাসান।

    বিসিবির ঘোষণার দিনটিতে দেশে ছিলেন না মুশি। পরিবার নিয়ে তিনি তখন থাইল্যান্ডে ছুটিতে। বোর্ড সভাপতি নাজমুল হাসান অবশ্য ব্রিফিংয়ে জানিয়েছিলেন, তারা যা কিছু করেছেন; মাশরাফী-মুশফিক এবং সাকিবকে জানিয়েই করেছেন।

    মুশফিকের সঙ্গে বোর্ডের খিটিমিটি অবশ্য আগেই শুরু হয়েছিল। সাউথ আফ্রিকা সিরিজ চলাকালে টস, অধিনায়কত্ব, ফিল্ডিং পজিশন সেট করা ইত্যাদি বিষয়ে প্রকাশ্য মন্তব্য করেন সিরিজে বাংলাদেশ অধিনায়ক মুশফিক। তার এমন বক্তব্যের সমালোচনা করেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। তখন বিসিবি সভাপতি বলেন, বিশ্বের কোন ক্যাপ্টেন নিজের দল এবং দলের সিদ্ধান্তের ব্যাপারে এমন মন্তব্য করতে পারেন না।তারপর থেকেই ‘চুপ’ মুশির মুখ। সেটা এখনো অব্যাহত আছে।

    সোমবার রাজধানীর মিরপুরে একটি রেস্তোরার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মুশফিকুর রহিম। তার আসার খবরে স্বাভাবিক কারণেই গণমাধ্যমের ভিড় ছিল ‘কড়াই এন্ড কারি’ রেস্তোরায়। মুশফিকের সঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্রিকেট বোর্ডের পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

    আনুষ্ঠানিকতা শেষ করে একরকম তাড়াহুড়ো করেই ওই জায়গা ছেড়ে যাচ্ছিলেন মুশফিক। মাইক্রোফোন হাতে স্পোর্টস রিপোর্টাররা এগিয়ে গেলেন তার দিকে। কিন্তু আবারও মুশফিকের একই কথা মিডিয়ার সঙ্গে কোন কথা নয়।

    কেন? জানতে চাইলে বাংলাদেশের সফলতম টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘আমি মিডিয়ার সঙ্গে কথা বলতে কোর্স করছি, আগে কথা বলা শিখি, তারপর দেখি কি হয়!’ এরকম বলে দ্রুতই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। মিডিয়া সম্পর্কিত ব্যাপার-স্যাপারগুলো দেখেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার কাছে জানতে চাওয়া হলে তিনিও বিস্মিত। উল্টো তিনি গণমাধ্যমকে বললেন, ‘কোর্সটা মুশফিক কোথায় করছে, জানতে পারলে ভাল হতো।’

    মুশফিকুর রহিম বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। তার ক্রিকেট পারফরম্যান্স নিয়ে কেউ কখনও প্রশ্ন ‍তোলেনি। তবে তার অধিনায়কত্ব ক্যারিয়ারের শুরু থেকেই সাফল্যের পাশাপাশি সমালোচনাই বেশি ছিল। ২০১৪ সালে ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতায় ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারান তিনি। মুশফিককে টেস্ট নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে সাকিব আল হাসানকে টেস্টের দায়িত্বটা দেয়া হয়েছে।

    রোনালদো-রিয়ালকে গার্ড অব অনার দেবে না বার্সা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close