• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে টাইগারদের হার

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৮, ১৭:১৭ | আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৭:২১
স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারী শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশ যুব ক্রিকেট দলের হার।

বুধবার ডানেডিনে স্বাগতিক ওটাগো একাদশের বিপক্ষে ৬ উইকেটে হার দেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গত সোমবার একই দলের বিপক্ষে প্রথম প্রস্ততি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। আগামী ১৩ই জানুয়ারি নিউজিল্যান্ডে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। আর আসর সামনে রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গত ২৬শে ডিসেম্বর নিউজিল্যান্ড পৌঁছে সাইফ বাহিনী।

সম্পর্কিত খবর

    ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল মাঠে প্রথমে ব্যাট করে ৪০.২ ওভারে ১৭০ রানে অল আউট হয় সাইফ-আফিফরা।

    জবাবে ১৩.১ ওভার ও ৬ উইকেট হাতে রেখে টার্গেট পার করে স্বাগতিক ওটাগো। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক সাইফ হাসান। সর্বোচ্চ ৫৪ রান আসে অধিনায়কদের ব্যাট থেকেই। অপর তরুণ তারকা আফিফ হোসেন ধ্রুব করেন ৪০ রান। আমিনুল ইসলাম ২২ রান করেন। স্বাগতিক ওটাগোর বল হাতে ক্রিস্টি ভিলিয়ন একাই নেন ৫ উইকেট । জবাবে ওটাগো ওপেনার ক্রাউডিস খেলেন ৭৩ রানের ইনিংস । রাদারফোর্ড ৪৪ ও ভিসাভাদিয়া অপরাজিত ৩০ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন। যুব দলের বল হাতে ৩ উইকেট নেন রবিউল হক ।

    /তুহিন/

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close