• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাশরাফি,সাকিবদের আরো দায়িত্বশীল হতে হবে:হ্যালসল

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০১৮, ২২:১৯
সম্রাট কবির

নাজমুল হাসান পাপন বলেছেন, আসন্ন সিরিজে বাংলাদেশের কোচ সাকিব ও মাশরাফি। মঙ্গলবার মাশরাফিকে বলা হয়েছিল, আপনারা তো এখন কোচ! বোর্ড সভাপতির এমন মন্তব্যকে কিভাবে দেখছেন? মাশরাফি বলেন, ‘আমার মনে হয় না, আলাদা কিছু করতে হবে। উনি (পাপন) যেটা বুঝিয়েছেন, সেটা হলো সিনিয়র খেলোয়াড়দের দায়িত্বের বিষয়টা। যেটা সব সময়ই থাকে। আলাদা কিছু করতে গেলে আরো সমস্যার উদ্ভব হতে পারে। আমার কাছে মনে হয় যেভাবে চলছিল, সেটাই ঠিক আছে।’

ছুটি কাটিয়ে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়া রিচার্ড হ্যালসলও এমনটাই মনে করছেন। বুধবার সংবাদমাধ্যমকে বাংলাদেশের সহকারী কোচ বলেছেন, আমি মনে করি সাকিব-মাশরাফিদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার সুযোগ। তিনি বলেন, ‘ চন্দিকার না থাকা ওদের আরও বেশি করে ভাবার ও আরও বেশি দায়িত্বশীল হওয়ার সুযোগ দেবে।’

সম্পর্কিত খবর

    তামিম, মাশরাফির পর আসন্ন সিরিজে বাংলাদেশকেই ফেবারিট বলেছেন হ্যালসল। তিনি বলেন, ‘ দেশের মাটিতে খেলা। তার উপর আবার মিরপুরে। হোম অব ক্রিকেটে বাংলাদেশ ওয়ানডেতে ‘ভয়ংকর’ দল। এই দলে বেশ কিছু ভালো ক্রিকেটার আছে। ইংল্যান্ড ছাড়া গত তিন বছরে এখানে আমাদের অন্য কোনো দল হারাতে পারেনি।’

    হ্যালসল বলছেন, কোচ গেছে কিন্তু ক্রিকেটাররা তো আছে। মাঠে মূল ভূমিকা তো ক্রিকেটারদেরই পালন করতে হবে। তিনি বলেন, ‘ বড় ক্রিকেটাররা চলে যাওয়ার তুলনায় প্রধান কোচ চলে যাওয়া কম গুরুত্বপূর্ণ। আমাদের কোনো বড় ক্রিকেটার যায়নি, গেছে কোচ। তাছাড়া ওদের (শ্রীলংকা) ব্যাপারটা ভিন্ন। মালিঙ্গার মত ক্রিকেটার নির্বাচিত হয়নি। আমাদের কিন্তু সেরকম কোনো সমস্যা নেই।’

    সিনিয়র ক্রিকেটারদের প্রশংসা করেছেন তিনি। হ্যালসল বলেন, দুই অধিনায়ক মাশরাফি ও সাকিবের সঙ্গে মুশফিক, মাহমুদউল্লাহ ও তামিম আছেন। ওরা এখন আরও বেশি সম্পৃক্ত হতে পারবে।’ /সম্রাট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close