• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পড়াশুনা করছেন সাকিব!

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৮, ২২:০২
সম্রাট কবির

এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সভায় দারুণ প্রস্তুতি নিয়েই যাচ্ছেন সাকিব আল হাসান।এই বিষয়ে সাকিব বলেন, ‘ প্রস্তুতি থাকবে কারণ অনেকগুলো এজেন্ডা নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা হবে। ওই এজেন্ডাগুলো আমি জানি। এ নিয়ে আলোচনাও হয়েছে। এখন যেটা হবে এইগুলো নিয়ে একটু পড়াশুনার বিষয় আছে। যেহেতু আলোচনা হবে তাই অপ্রস্তুত অবস্থায় তো যাওয়া ঠিক হবে না।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব জায়গা পেয়েছেন এমসিসি ক্রিকেট কমিটিতে। বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারসহ নতুন চার সদস্য নিয়ে গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে বর্তমান কমিটির দায়িত্ব। তবে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে সিডনিতে, আগামী ৯ ও ১০ জানুয়ারি। সাকিব সভায় যোগ দিতে ঢাকা ছাড়বেন ৭ জানুয়ারি। এবারের সভার পর কমিটির পরের সভা হবে আগামী ৬ ও ৭ অগাস্ট, লর্ডসে।

সম্পর্কিত খবর

    ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে এমসিসি ক্রিকেট কমিটি।কমিটিতে থাকেন বর্তমান ও সাবেক ক্রিকেটার ও আম্পায়াররা।প্রতি বছর দুইবার করে সভা হয় এই কমিটির।সাকিবের পাশাপাশি এবার কমিটিতে নতুন সদস্য নিউজিল্যান্ড নারী দলের ক্রিকেটার সুজি বেটস, সাবেক ফাস্ট বোলার ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান বিশপ, সাবেক ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার কুমার ধর্মসেনা।

    কমিটির বর্তমান চেয়ারম্যান সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং।১৪ সদস্যের কমিটিতে আছেন রডনি মার্শ, সৌরভ গাঙ্গুলী, রমিজ রাজা, ব্রেন্ডন ম্যাককালাম, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, টিম মের মতো ক্রিকেটাররা।

    বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘ অবশ্যই আমি রোমাঞ্চিত। আমার কাছে মনে হয় এটা অনেক বড় সম্মাননা।পাশাপাশি অনেক বড়ো দায়িত্বও। এর আগে যখন এই মিটিং হয়েছে তখন বাংলাদেশের কেউ ছিলো না। আমরা কি সুবিধা পাই কিংবা কি অসুবিধা মোকাবেলা করি এসব নিয়ে ওদের ধারণা কম থাকতো। যেগুলো আমি হয়তো শেয়ার করতে পারবো।’

    কলকাতা ছেড়ে দিয়েছে সাকিবকে। বিশ্বসেরা অলরাউন্ডার এবার উঠছেন নিলামে।সাকিব বলেন, ‘ নিলামে নাম থাকবে যদি কেউ পিক করে তাহলে আলহামদুলিল্লাহ।আর না করলে কোন ব্যাপার না।’

    এছাড়া আসন্ন সিরিজ নিয়ে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘ আমাদের খুব ভালো সম্ভবনাই আছে। কিন্তু দুইটা দলই ভালো।তাছাড়া ওরা আমাদের খেলোয়াড় এবং কন্ডিশন সম্পর্কে ভালো জানে তাই আমার মনে কঠিন প্রতিদ্বন্দ্বীতাই হবে।তবে আমরা যেহেতু অনেক ভালো একটা দলে পরিণত এখন তাই আমাদের ভালো করার সম্ভবনাই অনেক বেশি।’ /সম্রাট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close