• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

সবচেয়ে বেশি দামে রয়েলে বিরাট, গাম্ভীরকে ছেড়ে দিল কোলকাতা

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৮, ২৩:৪১ | আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ২৩:৫৬
স্পোর্টস ডেস্ক

সময়টা ভালো যাচ্ছে বিরাট কোহলির। ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই) প্লেয়ারদের জন্য নতুন স্যালারি স্ট্রাকচার তৈরি করছে৷ সেখানে যুক্ত হচ্ছে A+ ক্যাটাগরি৷ ওই তালিকায় থাকা ক্রিকেটারদের বেতন যে আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে , তাতে কোনও সন্দেহ নেই৷ এর পাশাপাশি আইপিএলেও বিরাটের জন্য সুখবর।

বৃহস্পতিবারই আইপিএলের রিটেন প্লেয়ারদের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি টাকা পেয়েছেন বিরাট কোহলিই৷ ১৭ কোটি টাকায় তাকে এবছরও ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু৷

সম্পর্কিত খবর

    দু’বছরের নির্বাসনের কাটিয়ে এবছর আইপিএলে ফিরতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস৷ নিজের পুরোনো ফ্র্যাঞ্চাইজি সিএসকে-তে ভাল দামেই ফিরলেন মহেন্দ্র সিং ধোনি৷তিনি পেয়েছেন ১৫ কোটি টাকা৷

    ধোনির পাশাপাশি ১৫ কোটি টাকায় রোহিত শর্মাকেও ধরে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স৷অন্যদিকে ১২ কোটি টাকার বিনিময় ডেভিড ওয়ার্নারকে হায়দরাবাদ এবং অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথকে ১২ কোটি টাকার বিনিময় রিটেন করল রাজস্থান রয়্যালস৷

    নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গাম্ভীরকে এবছর কলকাতার হয়ে খেলতে না দেখার সম্ভাবনাই বেশি৷ কেকেআর-এর সবচেয়ে সফল অধিনায়ককে এ বছর আর রিটেন ( ধরে রাখেনি ) করেনি শাহরুখ খানের দল৷ তবে এবছরও দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন এবং অ্যান্দ্রে রাসেলকে ধরে রাখল কেকেআর৷ আগামী ২৭-২৮ জানুয়ারি নিলাম থেকে গাম্ভীরকে নেওয়ার জন্য অবশ্য ঝাঁপাতেই পারে কেকেআর৷

    কোন ক্রিকেটারকে কত দামে ধরে রাখল কোন ফ্র্যাঞ্চাইজি ? দেখে নিন সেই তালিকা -

    /সম্রাট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close