• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

শুরুতেই তিন উইকেটের পতন, বিপাকে দক্ষিণ আফ্রিকা

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৮, ১৫:১৭ | আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৬:০১
স্পোর্টস ডেস্ক

প্রথম টেস্টের শুরুতেই টসে জিতে ব্যাটিং নিয়ে প্রথম পাঁচ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা৷ ভারতের হয়ে তিনটি উইকেটই তুলে নেনে ভুবেনেশ্বর কুমার৷

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ডিন এলগারকে ০ রানে প্যাভিলিয়নে ফেরান ভুবি৷ এরপর ডানহাতি পেসার মার্কামকে ফেরান মাত্র ৫ রানে৷ নির্ভরযোগ্য আমনাও ভুবির স্যুইংয়ের সামনে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন৷ উইকেটের পিছনে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে তিন রানে সাজঘরে ফেরেন আমনা৷ ক্রিজে রয়েছেন এবি ডি’ভিলিয়ার্স ও ডুপ্লেসি৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের স্কোর ১৪.২ ওভারে ৩ উইকেটে ৫৫ রান।

সম্পর্কিত খবর

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে টেস্ট ক্যাপ পেলেন জসপ্রীত বুমরাহ৷ অধিনায়ক কোহলি তরুণ বোলারের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন৷ রাহানের পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেলেন রোহিত শর্মা৷

    তিন পেসার এক স্পিনারকে সঙ্গে নিয়ে সফর শুরু করে ভারত৷ সামনের পাঁচদিন কোহলির দলে পেস বিভাগের দায়িত্ব সামলাবেন ভুবনেশ্বর, শামি, বুমরাহ৷ সঙ্গে স্পিন বিভাগে রয়েছে অশ্বিন৷

    অন্যদিকে দক্ষিণ আফ্রিকা চার পেসার ও এক স্পিনার নিয়ে কোহলিদের বিরুদ্ধে সিরিজ শুরু করল৷ প্রোটিয়া দলের পেস বিভাগে রয়েছেন ফিল্যান্ডার, রাবাদা, স্টেইন,মর্কেল৷ সঙ্গে একমাত্র স্পিনার কেশব মহারাজ৷

    সফরের প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটসম্যান ডিন এলগারকে প্যাভিলিয়নে ফেরালেন ভুবনেশ্বর কুমার৷

    /সম্রাট

    কেপটাউন মাতালেন আনুশকা-বিরাট (ভিডিও)

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close