• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা গর্বের

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৮, ১৯:৫৯ | আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ২০:১৬
সম্রাট কবির

২০১৭ সাল ভালো-মন্দ মিলিয়েই কেটেছে বাংলাদেশের। শুরু এবং শেষটা ভালো হয়নি। মুশফিককে হারাতে হয়েছে টেস্ট অধিনায়কত্ব। সাকিব সেই দায়িত্ব গ্রহণ করেছেন দ্বিতীয়বারের মত। মাঠের বাইরে যাই ঘটুক, মাঠের খেলায় কিন্তু এই দুজনই বাংলাদেশের সর্বেসর্বা ছিলেন। দ্য গার্ডিয়ান, ক্রিকেট অস্ট্রেলিয়া এমন কী ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব-মুশফিক।

এমন গৌরবের অংশ হতে পেরে নিঃসন্দেহে নিজেকে ধন্য মনে করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সেই অনুভূতি প্রকাশ পেয়েছে ভেরিফায়েড ফেসবুক পেইজে। সঙ্গে মুশফিকের কথা লিখতে ভুললেনি সাকিব।

সম্পর্কিত খবর

    ভক্তদের শুভেচ্ছা জানিয়ে সাকিবের পেইজে লেখা হয়েছে, ‘বিশ্ব মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা অবশ্যই গর্বের। আজ সাকিব আর মুশফিক বিশ্বের স্বনামধন্য ইএসপিএন ক্রিকইনফোর ২০১৭ সালের সেরা টেস্ট একাদশ এর অংশ হতে পেরে অত্যন্ত গর্বিত। আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। /সম্রাট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close