• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশের সামনে শিরোপা জয়ের হাতছানি!

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৮, ২০:২৫
সম্রাট কবির

এখন পর্যন্ত কোনো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। দেশের মাটিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সেই আক্ষেপ ঘোঁচাবার সুবর্ণ সুযোগের কথা মাথায় রেখেই ক্রিকেটারদের জোর প্রস্তুতি চলছে।

সঙ্গে হয়তো সদ্যই সাবেক হয়ে যাওয়া কোচ চন্দিকা হাতুরাসিংহেকেও দেখিয়ে দেওয়ার জেদ। তাইতো হাত থেকে রক্ত ঝরলেও ব্যাটিং অনুশীলন থামাননি সাব্বির রহমান। চোট উপেক্ষা করে অনুশীলন চালিয়ে গেছেন ইমরুল-সৌম্যও।

সম্পর্কিত খবর

    তারই ধারাবাহিকতায় ত্রিদেশীয় সিরিজের অাগে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন প্রাথমিক দকে ডাক পাওয়া ক্রিকেটাররা। বিসিবি লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে মাঠে নামবে মাশরাফি, সাকিব, তামিমরা।

    প্রথম ম্যাচের জন্য দল ঘোষনা করেছে বিসিবি। লাল দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। সবুজ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

    মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শনিবার বেলা ১২টায় শুরু হবে প্রথম প্রস্তুতি ম্যাচ। ৯ জানুয়ারি দ্বিতীয় ম্যাচটাও হবে দিবা-রাত্রির।

    বিসিবি লাল দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আরিফুল হক, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, রুবেল হোসেন, আবুল হাসান রাজু।

    বিসিবি সবুজ দলঃ

    মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

    /সম্রাট

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close