• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ব্র্যাডম্যান ওভালে চমক অর্জুনের, ব্যাটে-বলে দাপট শচিন পুত্রের

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০১৮, ১৫:৪৭
স্পোর্টস ডেস্ক

তিনি পৃথিবীর যে প্রান্তেই খেলুক না কেন, তার পারফরম্যান্সের উপর নজর সবারই থাকবে৷ কারণ অবশ্য একটাই, তার বাবার নাম শচিন টেন্ডুলকার৷ লিটল মাস্টারের ছেলে হওয়ার একটা চাপ তো সবসময় থাকবেই৷ তবে সেই প্রত্যাশার চাপ সামলে ভালমতোই নিজের কেরিয়ার গড়ার দিকে এগিয়ে চলেছেন অর্জুন টেন্ডুলকার৷ অস্ট্রেলিয়ার মাটিতে চমকে দিলেন অর্জুন৷ সিডনি ক্রিকেট গ্রাউন্ডের উদ্যোগে আয়োজিত স্পিরিট অব ক্রিকেট গ্লোবাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে ব্র্যাডম্যান ওভালে ২৭ বলে ৪৮ রান এবং বল হাতে চারটি উইকেট নিলেন।

ব্র্যাডম্যানের নামাঙ্কিত মাঠে ভাল পারফরম্যান্স করতে পেরে স্বভাবতই খুশি অর্জুন ৷ একটি অস্ট্রেলিয়ান ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন বলেন, ‘‘ খুব সম্মানিত লাগছে এই মাঠে নেমে। যত বড় হচ্ছি, লম্বা-চওড়া হয়ে উঠছি। ছোটবেলা থেকেই আমি জোরে বল করতে ভালবাসি। ভারতে খুব বেশি ফাস্ট বোলার নেই। তাই ফাস্ট বোলার হওয়াই আমার লক্ষ্য।’’

সম্পর্কিত খবর

    আর শচিন টেন্ডুলকারের পুত্র বলে প্রত্যাশার চাপ তিনি অতিরিক্ত নেন না বলেই জানিয়েছেন অর্জুন ৷ পিচে যতটা বেশি সম্ভব জোরে বল ফেলা এবং ব্যাটিংয়ের সময় শুধু শট নিয়েই ভাবেন বলে তিনি জানিয়েছেন৷ /স ক

    স্পিন ছেড়ে মিডিয়াম পেসার অশ্বিন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close