• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইমরুলকে বাদ দিয়ে টাইগারদের দল ঘোষণা

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৮, ২১:৫৫
স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল ছিল বাংলাদেশের। তিন জাতী টুর্নামেন্ট এর বাকী ম্যাচগুলার জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দল থেকে বাদ পড়েছে ইমরুল কায়েস। পরের ম্যাচগুলোর জন্য এই সদস্য সংখ্যা কমে ১৫ জন হচ্ছে। তবে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ইমরুল কায়েস থাকছেন না পরের ম্যাচগুলোতে।

ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। ফাইনালে খেললে সব মিলিয়ে আর তিনটি ম্যাচ আছে টাইগারদের। মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, পরের ম্যাচগুলোর দলে থাকবেন না ইমরুল। তার ফিটনেস লেভেল সন্তোষজনক না হওয়ায় ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ দেয়া হয়েছে বাঁহাতি এই ওপেনারকে।

সম্পর্কিত খবর

    ১৬ সদস্যের দলে থাকলেও অবশ্য প্রথম দুই ওয়ানডেতে একাদশে জায়গা পাননি ইমরুল। তার বদলে তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধন করেছেন এনামুল হক বিজয়।

    ১৫ সদস্যের বাংলাদেশ দল :

    মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ. নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, সানজামুল ইসলাম।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close