• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

কোহলি ভারতীয় ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৮, ১০:৫৬
স্পোর্টস ডেস্ক

ভারতের প্রথম সারির ইংরেজি দৈনিক ‘টেলিগ্রাফ’-এ লেখা নিজের কলামে এবার সরাসরি বিরাটকে আক্রমণ করেছেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ। সরাসরি নয় বোর্ড কর্তাদের প্রত্যক্ষ আক্রমণের মাধ্যমে। নিজের কলাম ‘পলিটিক্স অ্যান্ড প্লে’-তে রামচন্দ্র গুহলিখেছেন, ভারতীয় বোর্ডের প্রশাসকদের সিদ্ধান্তে প্রত্যক্ষ প্রভাব রয়েছে কোহলির। ভারতীয় ক্রিকেটকে কোহলি-ই নিয়ন্ত্রণ করছে।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা যতটা না নরেন্দ্র মোদিকে পূজা করেন, তার থেকেও বেশি বিসিসিআই কর্তারা কোহলিকে পূজা করে।

সম্পর্কিত খবর

    তিনি লিখেছেন, ভারতীয় বোর্ডে প্রশাসক হিসেবে যে চার মাস ছিলাম, সেই সময় কোহলির দাপুটে সত্ত্বা প্রত্যক্ষ করেছিলাম। কেন্দ্রীয় মন্ত্রী সভার সদস্যরা যতটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরাধনা করে, তার থেকেও বেশি বোর্ড কর্তারা উপাসনা করেন কোহলিকে। এমনকি এমনও সমস্ত বিষয়ে কোহলির কাছে সমর্পণ করে ওরা, যা কোহলির জ্ঞানের সীমার বাইরে। এবেলা।

    /স ক

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close