• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুতিনহোকে মেসি স্বাগত জানালেন

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০১৮, ১১:০১
স্পোর্টস ডেস্ক

লা লিগায় রোববার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় রিয়াল বেটিসের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। তাই আগের দিন অনুশীলন করতে মাঠে নেমেছিলেন কাতালানরা। এদিন দলের সঙ্গে অনুশীলন করেছেন লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখানো ফিলিপে কুতিনহো।

বার্সেলোনার হয়ে প্রথম অনুশীলনে আসা এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে স্বাগত জানিয়েছেন দলটির অভিজ্ঞ দুই খেলোয়াড় লিওনেল মেসি ও জেরার্ড পিকে।

সম্পর্কিত খবর

    বার্সেলোনার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা দলের অনুশীলনের ছবিতে দেখা যায়, অনুশীলনে আসা ২৫ বছর বয়সী নতুন সতীর্থ কুতিনহোকে অভিনন্দন জানাচ্ছেন মেসি, পিকেসহ অন্যরা।

    এই মাসের শুরুতে ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বার্সায় এলেও উরুর চোটের কারণে বার্সার হয়ে অভিষেক ম্যাচ খেলতে অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে। মাঝ মাঠের খেলোয়াড় কুতিনহো ইন্টারমিলান থেকে ২০১৩ সালের জানুয়ারিতে লিভারপুলে যোগ দেন। তখন দল পরিবর্তনের জন্য তিনি পান আট দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড। সবশেষ মৌসুমে ১৪ গোলসহ লিভারপুলের হয়ে মোট ১৮১ ম্যাচে ৪২ গোল করেছেন এই প্লে মেকার।

    এই মৌসুমে ১৯ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে আছে বার্সেলোনা। ২০ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পয়েন্ট ৪০ নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়ার। ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভিয়ারিয়াল। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। /স ক

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close