• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

হিসাবের ভুলে অস্ট্রেলিয়ার মুকুট হাতছাড়া

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫১
স্পোর্টস ডেস্ক

হিসাবের ভুল আইসিসিরও হয়! তাও আবার বিশ্ব ব়্যাংকিংয়ের রেটিং পয়েন্টে৷ ভুল করে ব়্যাংকিংয়ের এক নম্বরে উঠে আসে কোনও দল৷ আবার ভুল শুধরে শীর্ষে ফেরে অন্য কেউ৷ এমনই অপেশারিত্ব চোখে পড়ল আইসিসির টি-২০ ব়্যাংকিং নিয়ে৷

গত সপ্তাহেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ঘোষণা করা হয়েছিল, অপরাজিত থেকে ত্রিদেশীয় টি-২০ সিরিজ চ্যাম্পিয়ন হতে পারলে অস্ট্রেলিয়া প্রথমবার টি-২০ ব়্যাংকিংয়ের এক নম্বরে উঠে আসবে৷ লিগের সব ম্যাচ জেতা অস্ট্রেলিয়া ফাইনালে নিউজিল্যান্ডকে ১৯ রানে পরাজিত করলেও শীর্ষে ওঠা হল না অজিদের৷

সম্পর্কিত খবর

    ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে এর কারণ দর্শানো হয়৷ জনানো হয় যে, আইসিসির হিসাবের ভুলেই তারা এক নম্বরে উঠে আসার সম্ভাবনার কথা জানিয়েছিল৷ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি-র যে নির্দেশিকা ছিল টুর্নামেন্টের আগে, সেখানে কিছু ত্রুটি ছিল৷ ত্রুটি শুধরে রেটিং পয়েন্ট হিসাব করার পর পাকিস্তানের থেকে ০.১৯ পয়েন্ট পিছনে থেকে যায় অস্ট্রেলিয়া৷

    শেষ প্রকাশিত ব়্যাংকিং তালিকা অনুযায়ী পাকিস্তানের রেটিং পয়েন্ট ১২৫.৮৪৷ অস্ট্রেলিয়ার ১২৫.৬৫৷ সুতরাং ভগ্নাংশের বিচারে পাকিস্তান টি-২০ ব়্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখে৷ অস্ট্রেলিয়া থেকে যায় দু’নম্বরেই৷ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close