• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

টি-টোয়েন্টিতে সহস্র রান মুশফিকের

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৮, ১৭:৫০ | আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৭:৫৮
পূর্বপশ্চিম ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় মুশফিক। শুক্রবার নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর। ম্যাচে ২৮ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক হাজার রান পূর্ণ করেন তিনি। ৬৭ ম্যাচে এখন মুশফিকের রান ১০০৩। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে ১ হাজার রান পূর্ণ করেছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এখন পর্যন্ত তামিম ৬১ ম্যাচে ১৩৭০ রান ও সাকিব ৬২ ম্যাচে ১২৩০ রান করেছেন। মুশফিকুরের পর বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার রান করার দ্বারপ্রান্তে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬৬ ম্যাচে তার রান ৯৯৬। আগামীকাল ফাইনালে ভারতের বিপক্ষে আর মাত্র ৪ রান করতে পারলেই হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

সম্পর্কিত খবর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close