• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

শামির বিরুদ্ধে বোর্ডের তদন্ত শুরু

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৮, ১৯:০১
পূর্বপশ্চিম ডেস্ক

বিসিসিআয়ের অ্যান্টি কোরাপশন ইউনিটের তদন্তকারীরা মহম্মদ শামির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে দিল্লি থেকে কলকাতায় এসে তদন্ত শুরু করল। বোর্ডের চার তদন্তকার দল শনিবার লালবাজারের তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করে। এরপর শামির স্ত্রী হাসিন জানানকে লালবাজারে ডেকে পাঠানো হয়। সেখানেই হাসিন জাহানের দেওয়া তথ্যপ্রমাণ খতিয়ে দেখে বিসিসিআইয়ের তদন্তকারীরা।

এছাড়াও এদিন হাসিনের বাবা ও আগের পক্ষের দুই মেয়েকে লাল-বাজারে ডেকে পাঠানো হয়েছে। এর আগে হাসিনের তোলা অভিযোগের পাল্টা দেন শামি। বিয়ের সময় হাসিন তাঁর আগের পক্ষের স্বামী ও দুই মেয়ের কথা শামির কাছে গোপন করেন বলে অভিযোগ করেন ভারতীয় পেসার৷ বিষয়টি খতিয়ে দেখতেই হাসিনের বাবা ও আগের পক্ষের দুই মেয়ের জবানবন্দী নিতে তাঁদেরকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত খবর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close