• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কষ্টটা মনে রাখবেন মুশফিক

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৮, ১৮:৪৯ | আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২০:৩২
স্পোর্টস ডেস্ক

নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের সাথে আবারো পুরোনো দৃশ্যের অবতারণা।আবারো আরেকটি স্বপ্নভঙ্গের গল্প।শিরোপার খুব কাছে গিয়েও শিরোপা ছুঁতে পারেননি টাইগাররা।দিনেশ কার্তিকের কাছেই হেরে গেছে বাংলাদেশ।

ম্যাচ হেরে আজকেই বাংলাদেশে চলে এসেছেন ক্রিকেটাররা। এ সময় সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, 'খারাপ লাগা তো স্বাভাবিক। জয়ের এতো কাছে এসে ট্রফি হাতছাড়া হওয়াটা ভয়াবহ রকমের মানসিক যন্ত্রণার। তবে আগামীতে এমন পরিস্থিতি এলে আমরা যেন মানসিক স্থিতিটা শক্ত রাখতে পারি, এটাই লক্ষ্য থাকবে। এবার ফাইনালে হারার কষ্টটা মনে রাখবো, এখান থেকে যেন আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি সেই চেষ্টাই করবো।

সম্পর্কিত খবর

    মুশফিক আরও বলেন, আমাদের সুযোগ ছিল, কিন্তু হাতছাড়া করেছি। ভারতকে হারানোর সুযোগ বার বার আসে না। এই টুর্নামেন্টে দুইবার সুযোগ পেয়েছিলাম। কিন্তু হাতছাড়া করলাম। ভবিষ্যতে সুযোগ পেলে কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা করবো।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close