• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রায়নার ইনসাইড-আউট শটে ‘ফিদা’

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৮, ১৪:১২
স্পোর্টস ডেস্ক

নাইটদের দলে ফিরে লাইমলাইটে রিঙ্কু সিং৷ টি-২০ ফর্ম্যাটের ‘ব্র্যাডম্যান’ সুরেশ রায়নার পরামর্শ নিয়ে কেকেআর এর জার্সি গায়ে আইপিএল অভিষেকের প্রহর গুনছে আলিগড়ের বছর বিশের তরুণ৷

একাদশ আইপিএলের নিলামে নূন্যতম দামের প্রায় চার গুণ বেশি দাম দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে লড়াইয়ে গিয়ে ৮০ লক্ষ টাকায় রিঙ্কুকে কিনেছে কেকেআর৷ রায়নাকে আইডল হিসেবে এগিয়ে যাওয়া উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি ব্যাটসম্যান এবার নাইটশিবিরে৷ কেকেআর এ সুযোগ পাওয়ার পর রায়নার কাছে অভিনন্দন বার্তা পেয়েছিলেন দরিদ্র পরিবার থেকে উঠে আসা রিঙ্কু৷ যাতে লেখা ছিল, ‘বিন্দাস খেলনা, জাদা চাপ মত লেনা৷’ রায়নার এই বার্তা ছিল এলপিজি গ্যাল সিলিন্ডার সরবরাহকারীর ছেলের কাছে অত্যন্ত স্পেশাল৷ নিলামে এত টাকা পাওয়ার কথা ভাবেননি রিঙ্কু৷ ছোট্ট দু’ কামরার ঘরে টিভিতে আইপিএলের নিলাম দেখার পর যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারেনি৷ নাইটদের নতুন বাঁ-হাতি সদস্য বলেন, ‘কখনও ভাবিনি ৮০ লাখ টাকা দাম পাব৷ ভেবেছিলাম মেরে কেটে ৩০-৩৫ লাখ পাব৷’

সম্পর্কিত খবর

    ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে অভিষেক হওয়ার পর রায়নার কাছ থেকে এক জোড়া ব্যাটিং গ্লাভস উপহার পেয়েছিলেন রিঙ্কু৷ তিনি বলেন, ‘আইপিএল থেকে অনেক কিছু শিখেছি৷ অনেক শট খেলতে শিখেছি৷ তবে আমি রায়না ভাইকে ফলো করি৷ ও আমার আইডল৷ ঘরোয়া ক্রিকেটে অভিষেকের ঠিক আগে রায়নার সঙ্গে আমার দেখা হওয়াটা ছিল স্বপ্ন৷ আমি কিছু বলার আগেই আমার রুম পার্টনার রায়নাকে গিয়ে বলে আমি ওকে আইডল মানি৷ তার পর আমি রায়নাকে বলি আমিও একজন বাঁ-হাতি ব্যাটসম্যান৷ তার পর ও আমাকে একটি ব্যাট ও এক জোড়া গ্লাভস দিয়েছিল৷’

    টি-টোয়ন্টির ‘ব্র্যাডম্যান’ রায়নার কোন শটে ভক্ত? রিঙ্কুর উত্তর, ‘আমি আইপিএলে ব্যাটিং ও ফিল্ডিং নিয়ে রায়নাকে জিজ্ঞাসা করি৷ আমি বলি ওর ইনসাইড-আউট শট আমার ফেভারিট৷’ আইপিএলের পরই ছোট দু’ কামরার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠবেন রিঙ্কু৷ তিনি বলেন, ‘নতুন ঘরের কাজ একটি বাকি রয়েছে৷ আশা করি দু’মাসের মধ্যে পুরোপুরি তৈরি হয়ে যাবে৷ আলিগড় থেকে আমিই প্রথম আইপিএল খেলার সুযোগ পেয়েছি৷ সুতরাং ওখানের ক্রিকেট আগের থেকে আরও জনপ্রিয় হচ্ছে৷ আগে যারা প্র্যাকটিস করত না, এখন তারা সিরিয়াসলি নিচ্ছে৷’

    চার ভাই ও এক বোনের মধ্যে বাবা-মায়ের তৃতীয় সন্তান রিঙ্কুর ছোট থেকেই ক্রিকেটের ঝোক ছিল৷ আন্ত-স্কুল ক্রিকেট টুর্নামেন্টেও খেলেছেন৷ দিল্লিতে একটি টুর্নামেন্টের একটি ম্যাচে ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলে প্রশংসা কুড়ানোর পাশাপাশি ‘ম্যান অফ দ্য সিরিজ’ হয়ে একটি মোটরসাইকেল জিতেছিলেন৷ সেই মোটরসাইকেল করেই বাবা লোকের বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেয়৷ উত্তরপ্রদেশের হয়ে ৯টি রঞ্জি ট্রফি ম্যাচে গত বছর ৬৯২ রান করেছেন রিঙ্কু৷ গড় ৪৯৷ তার পরই কিংস ইলেভেন পাঞ্জাব দলে ডাক পান৷ কিন্তু খেলার সুযোগ হয়নি৷ এবার তাই নাইটদের জার্সিতে আইপিএল অভিষেকের জন্য মুখিয়ে রয়েছেন উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি ব্যাটসম্যান৷ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close