• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আইপিএলে মাঠে নামার আগে স্বর্ণ মন্দিরে গম্ভীর

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৮, ১৪:১৬
স্পোর্টস ডেস্ক

নাইট জার্সি ছেড়ে ফের ডেয়ারেডেভিলসের জার্সি গায়ে চাপিয়েছেন গৌতম গম্ভীর৷ একাদশ আইপিএলে দিল্লির হয়ে মাঠে নামার আগে পবিত্র স্বর্ণ মন্দিরে প্রার্থনা করলেন প্রাক্তন নাইট অধিনায়ক৷

শুক্রবার স্ত্রী নাতাশা ও মেয়ে আজেনকে নিয়ে অমৃতসরের স্বর্ণ মন্দিরে যান দিল্লি ডেয়ারডেভিল ক্যাপ্টেন৷নাইটদের দু’বারের চ্যাম্পিয়ন অধিনায়ক গম্ভীর এবার কলকাতা ছেলে আস্তানা গেড়েছেন নিজের শহর দিল্লিতেই৷ কিং খানের দলের ব্রাত্য ক্রিকেটারকে নেতা হিসেবে ফিরিয়ে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস৷ ফের দিল্লির মসনদে বসতে পেয়ে গর্বিত গম্ভীর জানিয়েছিলেন, ‘দিল্লি ডেয়ারডেভিলসের ক্যাপ্টেন হতে পেরে আমি গর্বিত৷ বাড়ি ফিরে দারুণ লাগছে৷ এখানেই আমার আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল৷ আমার ক্রিকেট কেরিয়ারে এখান থেকে শুরু৷ আশা করি এখান থেকে শেষ করতে পারব৷ সুতরাং ডেয়ারডেভিলসকে ফের নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি৷’

সম্পর্কিত খবর

    ২০১১ থেকে ২০১৭৷ সাত বছর কিং খানের দলে কাটিয়েছেন গম্ভীর৷ আর আগে নাইটদের দিয়েছেন দু’টি ট্রফি (২০১২ ও ২০১৪)৷ কিন্তু একাদশ আইপিএলে গম্ভীরকে ছেঁটে ফেলে কেকেআর কর্তৃপক্ষ৷ নাইটদের ব্রাত্য অধিনায়ককে নিলামে ২ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস৷শুধু তাই নয়, গম্ভীরের মাথায় ফের নেতৃত্বের তাজ বসিয়ে দেয় ডেয়ারডেভিলস থিঙ্কট্যাঙ্ক৷

    গত ১০ বছরে ১৪৮টি আইপিএল ম্যাচ খেলেছেন গম্ভীর৷রান করেছেন ৩১৩৩৷ গড় ৩১.৫৫৷ নাইটদের দু’টি ট্রফি দেওয়া গম্ভীর এবার তাঁর নিজের শহরের দলকে প্রথম আইপিএল ট্রফির স্বাদ এনে দিতে চান৷ /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close