• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারতকে বিশ্বকাপ দিয়ে দ্রোণাচার্য হতে চলেছেন দ্রাবিড়

প্রকাশ:  ২৬ এপ্রিল ২০১৮, ১৪:১৮
স্পোর্টস ডেস্ক

বেশ কয়েক বছর পর দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনয়ন পাঠাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ এ বছর দ্রোণাচার্য্যের জন্য মনোনীত করা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী কোচ রাহু দ্রাবিড়কে৷

সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই-এর কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের প্রধান বিনোদ রাই এই খবরের সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, ‘হ্যাঁ, আমরা বিভিন্ন বিভাগে ক্রীড়াসম্মানের জন্য বেশ কিছু নাম পাঠিয়েছ৷ দ্রোণাচার্য পুরস্কারের জন্য বিসিসিআই মনোনীত করেছে রাহুল দ্রাবিড়কে৷’

দ্রাবিড়ের কোচিংয়েই ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত৷ তবে সেবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় বয়েজ ইন ব্লু’দের৷ এবছর আর কোনও ভুল হয়নি৷ দ্রাবিড়ের কোচিংয়েই গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন পৃথ্বী শ’রা৷ ভারতীয় ‘এ’ দলের কোচ হিসাবেও সিনিয়র টিমের রিজার্ভ বেঞ্চ গঠনে সক্রিয় ভূমিকা রয়েছে জ্যামির৷

ক্রিকেটারদের প্রতিষ্ঠিত হওয়ার পিছনে একাধিক কোচের অবদান থাকায় এবং পুরস্কারের মনোনয়নের ক্ষেত্রে একাধিক জনের স্বীকৃতির দাবি ওঠে বলে বিসিসিআই বেশ কয়েক বছর দ্রোণাচার্য পুরস্কারের জন্য ক্রীড়ামন্ত্রকের কাছে নাম পাঠানো বন্ধ করে দিয়েছিল৷ দ্রাবিড়ের ক্ষেত্রে একমাত্র জাতীয় দলের প্রসঙ্গ উত্থাপিত হওয়ায় তাঁর নাম পাঠাতে কুণ্ঠা বোধ করেনি ভারতীয় বোর্ড৷ বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মার দ্রোণাচার্য পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের কোনও হাত ছিল না৷ তিনি বোর্ডের মনোনীত ছিলেন না৷ তাঁর মনোনয়ন ছিল নিতান্ত ব্যক্তিগত৷

দ্রাবিড় ছাড়াও এবার বিসিসিআই বিরাট কোহলির নাম খেলরত্নের জন্য, গাভাসকরের নাম ধ্যান চাঁদের জন্য এবং শিখর ধাওয়ান ও স্মৃতি মন্ধনার নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করেছে৷ /এস কে

ভারত,বিশ্বকাপ,দ্রোণাচার্য,দ্রাবিড়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close