• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাশিয়া বিশ্বকাপে শুভেচ্ছা দূত বাংলাদেশের কিরণ

প্রকাশ:  ১৬ মে ২০১৮, ১৫:০৫
স্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের ভেন্যু একাতেরিনবার্গে ফিফা প্রেসিডেন্ট ইনফান্টিয়েনোর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ।

আসন্ন বিশ্বকাপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। ফিফা কাউন্সিল সদস্য হিসেবে বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন এই নারী সংগঠক।

সম্পর্কিত খবর

    এ প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমাকে দুটো অপশন দিয়েছিল ফিফা, যে কোন একটি ভেন্যুর দায়িত্ব গ্রহণ অথবা সব ভেন্যু পর্যবেক্ষণ। আমি দ্বিতীয়টি বেছে নিয়েছি। আমার দায়িত্ব হলো প্রত্যেক ভেন্যুতে সব কিছু ঠিকঠাক চলছে কিনা সেটা পর্যবেক্ষণ করা। ফিফা কাউন্সিল সদস্য হিসেবে এটা আমার দায়িত্ব। শুনেছি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপে আমাকে বিশেষ দায়িত্ব দিতে যাচ্ছেন। সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই।’

    বাফুফে মহিলা উইংয়ের চেয়ারপার্সন আরও বলেন, ‘এটা শুধু আমার জন্য নয়, বাংলাদেশের জন্যও অনেক বড় অর্জন। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। ফিফার কাছে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ। আমার এই দায়িত্বের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্ব ফুটবলের অনেক সম্মানজনক জায়গায় পৌঁছে গেছে। আমি তাই গর্বিত, আনন্দিত।’

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close