• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সর্বোচ্চ রান উইলিয়ামসনের, উইকেটে টাই

প্রকাশ:  ২৮ মে ২০১৮, ০১:০৭ | আপডেট : ২৮ মে ২০১৮, ১০:৩৩
স্পোর্টস ডেস্ক

পর্দা নামলো ১১তম আইপিএলের। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারলো না সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে হায়দ্রাবাদকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস।

তবে মজার খবর চ্যাম্পিয়ন দলের কেউই আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক বা সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারেননি। এবারের আইপিএলে রান সংগ্রহে দাপট দেখিয়েছেন ভারতীয়রা। এখন পর্যন্ত শীর্ষ ১০জনের ৭ জনই তারা। বাকি ৩ জন বিদেশি।

রান সংগ্রাহকের দিক দিয়ে ১৭ ম্যাচে ৫২.৫০ গড়ে ৭৩৫ রান নিয়ে সবার ওপরে কেন উইলিয়ামসন, সর্বোচ্চ ৮৪। ১৪ ম্যাচে ৬৮৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রিশভ প্যান্ট। এ রান সংগ্রহের পথে হার না মানা ১২৮ রানের ইনিংস খেলেন তিনি।

তৃতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল। সমানসংখ্যক ম্যাচে ৫৪.৯১ গড়ে তার রান ৬৫৯, সর্বোচ্চ ৯৫*। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে আম্বাতি রাইডু। ১৬ ম্যাচে ৪৩ গড়ে তার রানসংখ্যা ৬০২। এ রান সংগ্রহের পথে এ ব্যাটারের রয়েছে কাঁটায় কাঁটায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শের নজির।

পঞ্চম জায়গাটি অজি ব্যাটার শেন ওয়াটসনের। ৩৯.৬৪ গড়ে তার রান ৫৫৫, সর্বোচ্চ রানের স্কোর ১১৭*।

এদিকে আইপিএলে এবার স্পিনাররা দুর্দান্ত করলেও উইকেট শিকারে আধিপত্য পেসারদের। শীর্ষ ১০ উইকেট শিকারীর ৭ জনই পেসার।

নিয়মিত উইকেট শিকার করেছেন রশিদ খান, সাকিব আল হাসান, সুনিল নারাইনরা। তবে তাদের টপকে সর্বোচ্চ উইকেট শিকারী কিংস ইলেভেন পাঞ্জাবের অ্যান্ড্রু টাই। মাত্র ১৪ ম্যাচে ২৪ উইকেট শিকার করে টেবিল টপার তিনি।

টাইয়ের পরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের স্পিন জাদুকর রশিদ। ১৭ ম্যাচে তার শিকার ২১ উইকেট। সমানসংখ্যক ম্যাচে সমান উইকেট নিয়ে তিনে তারই সতীর্থ সিদ্ধার্থ কাউল।

সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চারে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার উমেশ যাদব। ১৪ ম্যাচে তার শিকার ২০ উইকেট। ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিয়াক পান্ডে।

অভি

আইপিএল,উইলিয়ামসন,অ্যান্ড্রু টাই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close