• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

মদ কোম্পানির পুরস্কার ফিরিয়ে দিলেন গোলরক্ষক

প্রকাশ:  ১৮ জুন ২০১৮, ১৩:১৬
স্পোর্টস ডেস্ক

উরুগুয়ের বিপক্ষে হেরেছিল মিশর কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স ম্যাচসেরা হন মিশরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাবি। কিন্তু পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। কারন ম্যাচসেরার ওই পুরস্কারের স্পন্সর একটি শীর্ষ মদ কোম্পানি।

উরুগুয়ের বিপক্ষে গ্রুপ ‘এ’র ম্যাচে উরুগুয়ের বিপক্ষে লুইস সুয়ারেজ কিংবা এডিনসন কাভানির মতো মহাতারকাদের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স দেখান শেনাবি। সুয়ারেজদের মুহুর্মুহু আক্রমণকে দীর্ঘ সময় ঠেকিয়ে রাখেন তিনি। তার অসাধারণ সেভের কারণেই ম্যাচের শেষ মিনিট পর্যন্ত গোল পেতে অপেক্ষা করতে হয় উরুগুয়েকে। ৮৯ মিনিটে হোসে গিমেনেসের একমাত্র গোলেই শেনাবির প্রতিরোধ ভেঙে পড়ে। ম্যাচে পরাজিত দলের খাতায় নাম উঠলেও পুরো সময় গোলবারে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা মিশর গোলরক্ষকের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।

সম্পর্কিত খবর

    কিন্তু পুরস্কারের স্পন্সর মদ কোম্পানি বুডওয়েসের বলেই ধর্মপ্রাণ মুসলমান শেনাবি তা নিতে অস্বীকৃতি জানান। বুডওয়েসের ইউরোপের শীর্ষ বিয়ার কোম্পানির একটি। রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল মদ সরবরাহকারী হিসেবে ফিফার সাথে তাদের চুক্তি রয়েছে।

    মিশরের গোলরক্ষকের ম্যাচসেরার পুরস্কার নিতে অস্বীকৃতি বেশ আলোড়ন তুলেছে। আগামী ১৯ জুন সৌদি আরবের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মিশর। ২৫ জুন গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া।

    পরের ম্যাচেই মাঠে নামতে পারেন মিশরের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। দলের সাথে অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন এই লিভারপুল তারকা। /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close