• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছে সৌদি আরব

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ২০:৫৯ | আপডেট : ২০ জুন ২০১৮, ২১:২৮
স্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের ‘এ’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও সৌদি আরব। বুধবার (২০ জুন) দক্ষিণ রাশিয়ার প্রশাসনিক কেন্দ্রবিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগরী রোস্তভ অন ডনের রোস্তভ অ্যারেনা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৯টায়।

মিশরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ তৈরি করেছিল উরুগুয়ে। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি তারা। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে ডিফেন্ডার হোসে মারিয়া গিমেনেজের গোলে স্বস্তির জয় মেলে তাদের। কিন্তু এদিন প্রতিপক্ষ যে সৌদি আরব। রক্ষণভাগে বড় দুর্বলতা দলটির। তাই ম্যাচে পরিষ্কারভাবেই এগিয়ে রয়েছে উরুগুয়ে।

সম্পর্কিত খবর

    এক নজরে সৌদি আরব দলের খুটিনাটি

    ফিফা র‍্যাংকিং: ৬৭।

    বিশ্বকাপের গ্রুপ: 'এ'।

    বিশ্বকাপে অংশগ্রহণ: ৪ টি আসরে- ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬।

    বাছাইপর্বে অংশগ্রহণ: ১১ বার।

    প্রথম বিশ্বকাপ: ১৯৯৪।

    সবশেষ বিশ্বকাপ: ২০০৬।

    বিশ্বকাপে সাফল্য: রাউন্ড অব ১৬- ১৯৯৪।

    ফিফা বিশ্বকাপের অলটাইম র‍্যাংকিং: ৫০, পয়েন্ট ৮।

    কোচ: হুয়ান অ্যান্তনিও পিজ্জি (আর্জেন্টিনা)।

    অধিনায়ক: ওসামা হাওসাবি (আল-হেলাল এফসি)।

    তারকা ফুটবলার:

    মুহাম্মদ আল-সেহলাবি (আল নাসার এফসি, সৌদি আরব)। দুর্দান্ত গতি আর বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ সেহলাবির অন্যতম শক্তি। বাছাইপর্বে ১৬ গোল করে দেশকে রাশিয়ার টিকিট পাইয়ে দিতে বড় অবদান রেখেছেন তিনি।

    এক নজরে উরুগুয়ে দলের খুটিনাটি

    দেশ: উরুগুয়ে।

    ফিফা র‍্যাংকিং: ১৪।

    বিশ্বকাপের গ্রুপ: 'এ'।

    বিশ্বকাপে অংশগ্রহণ: ১২ টি আসরে।

    বাছাইপর্বে অংশগ্রহণ: ১৬ বার।

    প্রথম বিশ্বকাপ: ১৯৩০।

    সবশেষ বিশ্বকাপ: ২০১৪।

    বিশ্বকাপে সাফল্য: চ্যাম্পিয়ন ২ বার- ১৯৩০, ১৯৫০।

    ফিফা বিশ্বকাপের অলটাইম র‍্যাংকিং: ০৯, পয়েন্ট ৭২।

    কোচ: অস্কার তাবারেজ (উরুগুয়ে)।

    অধিনায়ক: দিয়েগো গডিন।

    তারকা ফুটবলার:

    লুইস সুয়ারেজ -উরুগুয়ের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক লুইস সুয়ারেজ। বার্সেলোনা তারকা বিশ্বকাপে এখন পর্যন্ত ৫টি গোল করেছেন। এছাড়া উরুগুয়ের জার্সি গায়ে আলো ছড়াতে পারেন প্যারিস সেইন্ট জার্মেই তারকা এডিনসন কাভানি।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close