• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ট্রেনিংয়ের নামে চীনের শিশুদের চরম নির্যাতন, এ কি করাচ্ছে ক্রীড়া সংস্থা(ছবি ভাইরাল)

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৮, ১৪:৫৪ | আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৫:৩৭
স্পোর্টস ডেস্ক

বাচ্চাদের জিমনাস্টিক ক্লাস ৷চীনের সাংহাইয়ের ইয়াংপু ইয়ুথ অ্যামেচার অ্যাথলেটিক স্কুল ৷প্রচন্ড কষ্টসাধ্য অধ্যাবসায়ে কখনও কখনও চোখে জলও চলে আসে ৷ শিক্ষক মুছিয়ে দেন সেই জল ৷

সম্পর্কিত খবর

    ৪ থেকে ৭ বছরের বাচ্চারা চিনের জেইজিয়াং প্রদেশের একটি স্কুলে রয়েছে ৷ কাঠের বারে স্ট্রেচিং করতে হয় খুদে জিমন্যাস্টদের ৷

    প্রস্তুতির সময় খুদেদের পা স্ট্রেচও করতে হয় ৷ শিক্ষকের কড়া নজরদারিতে চলে ট্রেনিং ৷

    চীনের ফুজান প্রদেশে ভারোত্তলোন করতে ব্যস্ত এই শিশু ৷

    আনহুইয়ের হেফেইতে কচি ডাইভাররা ট্রেনিং সেশনে অংশ নিচ্ছে ৷

    সাংহাইয়ের ইয়াংপু ইয়ুথ অ্যামেচার অ্যাথলেটিক স্কুলে কোচ শিশুদের সাহায্য করছেন শরীর বেন্ড করতে ৷

    সাংহাইয়ের পুলে সাঁতার শিখছে বাচ্চা মেয়েরা ৷

    শিশু জিমন্যাস্টকে স্ট্রেচিংয়ে সাহায্য করছেন ট্রেনার ৷

    জেঝিয়াং প্রদেশের স্পোর্টস স্কুলে হলে জিমন্যাস্টিকের জন্য স্ট্রেচিং করতে ব্যস্ত খুদেরা ৷

    সাংহাইয়ের ইয়াংপু অ্যামেচার অ্যাথলেটিক স্কুলে ‘হ্যান্ডস্ট্যান্ড’- অনুশীলনে ব্যস্ত বাচ্চা মেয়েরা ৷

    অনুশীলনে ব্যস্ত খুদে বালকের অবস্থা ৷

    আনহুই প্রদেশে অনুশীলনে ব্যস্ত খুদে জিমন্যাস্টরা ৷

    জিমন্যাস্টিক অনুশীলনের মধ্যেই একটু বিশ্রাম ৷

    হাতের ওপর ভর দিয়ে চলছে অনুশীলন ৷ সাংহাইয়ের ইয়াংপু অ্যামেচার অ্যাথলেটিক ক্লাব ৷

    বেজিংয়ে ডাইভিংয়ের ট্রেনিং সেশনে ব্যস্ত ব্যস্ত ৫ বছরের মেয়ে ৷

    বেজিংয়ে ডাইভিংয়ের ট্রেনিং সেশনে ব্যস্ত ব্যস্ত ৫ বছরের মেয়ে ৷

    ডাইভিংয়ের আগে ব্যালান্সিংয়ে ব্যস্ত ডাইভাররা ৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close