• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পারলেন না ইনিয়েস্তা !

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১১:৩৪ | আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১১:৩৭
স্পোর্টস ডেস্ক

মার্কিন লিগে এল এ গ্যালাক্সির হয়ে পেরেছিলেন ইব্রাহিমোভিচ, ভিসেল কোবের হয়ে পারলেন না ইনিয়েস্তা৷ গ্যালাক্সির জার্সিতে অভিষেক ম্যাচে দল যখন ১-৩ হারছে সেই অবস্থায় মাঠে নেমে ম্যাচ জিতিয়েছিলেন ইব্রা৷ জাপান লিগেও পরিস্থিতি ছিল কিছুটা একই রকম৷ অভিষেক ম্যাচে সুযোগ ছিল পিছিয়ে থাকা ভিসেল কোবেকে জোতানোর৷ নতুন ক্লাবের জার্সিতে অভিষেকে সেই কীর্তির রিপিট অবশ্য দেখাতে পারলেন না ইনিয়স্তা৷ ম্যাচের ৫৮ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে অভিষেক করেন আন্দ্রেস৷

সম্পর্কিত খবর

    ম্যাচে একটিও গোল পাননি স্প্যানিশ মিডিও আন্দ্রেস৷ শুধু গোল পেলেন না তাই নয়, তাঁর অভিষেক ম্যাচে শোনান বেলমারের বিরুদ্ধে ভিসেল কোবে হারল ০-৩ ব্যবধানে৷ বার্সোলোনা ছেড়ে জাপানের লিগে যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে এটাই ছিল ইনিয়েস্তার প্রথম ম্যাচ৷ এর আগে রাশিয়ার মাটিতে প্রি-কোয়ার্টার পর্ব থেকে স্পেন বিদায় নিতে ওখানেই বিশ্বকাপ সফর শেষ হয় ইনিয়েস্তার৷

    আন্দ্রেসের জাতীয় দলের এক সময়ের সতীর্থ টরেসও হার দিয়ে জাপান লিগে অভিযান শুরু করলেন৷ অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সাগান টসুতে খেলছেন টরেস৷ ভেগালটা সেনদাইয়ের কাছে টরেসের সাগান হারে ০-১ ব্যবধানে৷

    উপরের দৃশ্য মেজর সকার লিগে ইব্রার অভিষেকের৷ জাপান লিগে ইব্রার মতো স্বপ্নের অভিষেক হল না ইনিয়েস্তার৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close